মেট্রোরেল সূত্রে খবর, আজ সোমবার মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো। তাছাড়া দীপাবলি উপলক্ষেও আগামিকাল মঙ্গলবার বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালিবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়িতে প্রচুর ভক্তসমাগম হয়। মাঝরাত পর্যন্ত তাঁরা থাকেন মন্দিরে। তাঁদের যাতে ফিরতে সমস্যা না হয় তার জন্যই বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন : বিখ্যাত 'এই' ট্রেন ছুটবে হাওড়া থেকে! যাবে কোন তিনটি রুটে? যা জানাচ্ছে রেল কর্তৃপক্ষ
আজ কালীপুজোর দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ স্টেশন পর্যন্ত মোট ২০০টি ট্রেন, আপ এবং ডাউনে ১০০টি করে চালানো হবে। এর মধ্যে থাকবে ৬ জোড়া, আপ এবং ডাউনে ৬টি করে বিশেষ ট্রেন। কালীপুজোয় কবি সুভাষ থেকে প্রথম বিশেষ ট্রেন রাত ৯টা ৫৪ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে বিশেষ ট্রেন রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। দু’টি স্টেশন থেকেই শেষ বিশেষ ট্রেন রাত ১২টায়।
২৫ অক্টোবর, দীপাবলির দিন মোট ১৮৮টি মেট্রো আপ এবং ডাউনে ৯৪টি করে পরিষেবা দেবে। আগামিকাল কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ বিশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩৫ মিনিটে। এছাড়া কালীপুজো এবং দীপাবলির দু’দিনই মেট্রো রেলের নিয়মিত পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে। ওই দুদিন দক্ষিণেশ্বর ও কালীঘাটে প্রচুর ভক্ত সমাগম হয়। তাঁদের কথা মাথায় রেখেই মেট্রোর এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত।
কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আজ ও আগামিকাল শিয়ালদহে ন’টি অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। যে ট্রেনগুলি গন্তব্যের সব স্টেশনে দাঁড়াবে। একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ-ডানকুনির মাঝে। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে রাত সাড়ে এগারোটা, ডানকুনি থেকে ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে। শিয়ালদহ-বারাসতের মাঝে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ১০ মিনিটে, বারাসত থেকে ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেনটি ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে ও রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে। শিয়ালদহ-বারুইপুরের মাঝের ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত সাড়ে ১২টা ও বারুইপুর থেকে ছাড়বে রাত ১টা ২৫ মিনিটে।শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে বারুইপুরের জন্য ছাড়বে আরও একটি ট্রেন।