বিখ্যাত 'এই' ট্রেন ছুটবে হাওড়া থেকে! যাবে কোন তিনটি রুটে? যা জানাচ্ছে রেল কর্তৃপক্ষ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat Express from Howrah: সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ট্রেন ভারতীয় রেলের মাথার মুকুট, বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন এতদিন মাত্র দুটি রুটে ছুটলেও এবার সারভারত জুড়ে ছুটে বেড়াবে ট্রেনটি।
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে উত্তেজনার শেষ নেই। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্রেন ভারতীয় রেলের মাথার মুকুট, বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন এতদিন মাত্র দুটি রুটে ছুটলেও এবার সারভারত জুড়ে ছুটে বেড়াবে ট্রেনটি। আগামী বছর ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি বন্দে ভারত চালানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
advertisement
advertisement
আসলে পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর বহু মানুষ ওড়িশা যান। অনেকেই যান তীর্থ করতে তো কিছুজন যান বেড়াতে। এতদিন শতাব্দী এক্সপ্রেসের উপর নির্ভর করতে হত যাত্রীদের। কিন্তু এবার হাওড়া-ভুবনেশ্বর রুটে ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেন। শুধু তাই না, জানা যাচ্ছে দিল্লি-ভোপাল এবং দিল্লি-চণ্ডীগড়ের মধ্যে চলতে থাকা ‘শতাব্দী প্রাচীণ’ শতাব্দী এক্সপ্রেস ছুটতে থাকবে।
advertisement
advertisement
কিন্তু এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন যে, “পুরোটাই সোশ্যাল মিডিয়ার জল্পনা। এখনও এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” ব্যাপরটিকে রটনা বলেই জানিয়ে দিয়েছেন তিনি। তার বয়ান থেকে এটা স্পষ্ট যে, নিকট ভবিষ্যতে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলছে না তা পরিষ্কার।
advertisement
advertisement
আপাতত হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সফর যে শুরু হচ্ছে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও, বন্দে ভারত ট্রেন চালানোর জন্য যে ২৭ টি রুটের কথা পরিকল্পনায় রাখা হয়েছে, সেই তালিকায় হাওড়া-ভুবনেশ্বর ও হাওড়া-রাঁচি রুটটি আছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এমতাবস্থায়, অদূর ভবিষ্যতে আমাদের রাজ্যেও যে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হবে তা আশা করাই যায়।