TRENDING:

Kalighater Kaku: অসুস্থ, বৃদ্ধ, কোনও অজুহাত খাটল না! কালীঘাটের কাকুকে 'শ‍্যোন অ‍্যারেস্ট' সিবিআইয়ের

Last Updated:

Kalighater Kaku: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করল সিবিআই। সংশোধনাগার থেকেই তাকে শ‍্যোন অ‍্যারেস্ট করল সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জানিনের সুযোগ হারিয়েছিলেন আগেই। এবার গ্রেফতার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করল সিবিআই। সংশোধনাগার থেকেই তাকে শ‍্যোন অ‍্যারেস্ট করল সিবিআই। আজ, মঙ্গলবার আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন কালীঘাটের কাকু গ্রেফতারের পর জামিনের আবেদন করেছেন সুজয়ের আইনজীবীর। অন‍্যদিকে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের। মামলায় শুনানি চলছে।
কালীঘাটের কাকু
কালীঘাটের কাকু
advertisement

সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতে বলেন, ‘‘ওনাকে আটকে রাখতেই এখন এসে গ্রেফতার করতে চাইছে সিবিআই। ২৫ নভেম্বর ইডি মামলায় হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। তারপরই সিবিআই শ‍্যোন অ‍্যারেস্ট করতে চেয়েছে। তাতে বোঝা যাচ্ছে ওনাকে আটকে রাখতেই হেফাজতে চাইছে। ৬৩ বছরের বৃদ্ধ। অসুস্থ। ওনার বাড়িতে এর আগে অভিযান চলেছে। জিজ্ঞাসাবাদ হয়েছে। আগেও অ‍্যরেস্ট করতে পারত। যেকোনও শর্তে জামিন দেওয়া হোক।’’

advertisement

আরও পড়ুন: জল খেয়েই কমবে ডায়াবেটিস! শুধু খেতে হবে এইভাবে…ম‍্যাজিকের মতো কমবে ব্লাড সুগার, এখনই জানুন

পাল্টা সিবিআইয়ের আইনজীবী আদালতে জামিনের বিরুদ্ধে বলেন, ‘‘সুজয় কৃষ্ণ ভদ্র দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিতে যোগ রয়েছে। তদন্তের প্রয়োজনে তল্লাশি চালানো হয়েছিল। তলব করা হয়েছিল। নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সব নথি খতিয়ে দেখেই এখন তদন্তের প্রয়োজনে সুজয়কে হেফাজতে নেওয়া প্রয়োজন রয়েছে। সুজয়, শান্তনু, কুন্তল এরা অযোগ্য চাকরি প্রার্থীদের কাছে থেকে ঘুষ নিয়েছে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তালিকা পাঠিয়ে তাদের চাকরির ব‍্যবস্থা করা করেছে সুজয় ভদ্র। আমরা হেফাজতে চাইছি কারণ তদন্তের এই পর্বে এগোতে তাকে হেফাজত নেওয়া দরকার । তদন্তে যে নতুন তথ‍্য যা এসেছে তা এক্সজামিন করার জন‍্য কাস্টডি দরকার।’’

advertisement

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনায় আদালতের পর্যবেক্ষণ ‘‘আবেদন যে দিন হয়েছিল আমার প্রশ্ন ছিল কেন এতদিন পর হেফাজতে চাইছেন? ওনারা যে কেস ডায়েরি জমা দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হয়েই আমি অর্ডার দিয়েছিলাম। আপনার মক্কেল যদি দিনের পর দিন না আসে তা ওনার বিরুদ্ধে ‍যাচ্ছে। সিবিআইয়ের এখানে কোনও ভূমিকা নেই।আদালত সব দেখছে, সব বোঝে। আমি দেখব কি ভাবে ওনাকে সশরীরে হাজির করানো যায়। সব ক্ষেত্রে টাইমলাইন ধরে জামিনের আবেদন করবেন না কেজরিওয়ালের নির্দেশ বলবেন না… প্রতিটি মামলার ইউনিক ফিচার আছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalighater Kaku: অসুস্থ, বৃদ্ধ, কোনও অজুহাত খাটল না! কালীঘাটের কাকুকে 'শ‍্যোন অ‍্যারেস্ট' সিবিআইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল