২০১৮ সালে দক্ষিণশ্বের মন্দিরের প্রবেশপথে স্কাইওয়াক প্রকল্পের উদ্ধোধন হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেই ভক্তরা সে বার পেয়েছিলেন দিগন্তছোঁয়া রাস্তা। আর তার ঠিক পর পরই কালীঘাটের স্কাইওয়াকের কাজে হাত দেয় রাজ্য। ইতিমধ্যেই কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষ। আজ তার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করে ১২৫ কোটি টাকা। প্রায় ৪৫০ মিটার লম্বা এই স্কাইওয়াক এস পি মুখার্জি রোড থেকে কালীমন্দির রোড পর্যন্ত তৈরি করা হয়েছে।নকশা অনুযায়ী, স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি। দেখতে খানিকটা দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মতোই। স্থানীয়রা মনে করছেন, স্কাইওয়াকটির ফলে কালীঘাটের ওই রাস্তায় যানজট কমবে। হাঁটাচলা করা যাবে ঠিকমতো এবং দুর্ঘটনাও কম হবে। তবে নির্মাণকাজ শুরু করতে সে সময় কিছুটা বেগ পেতে হয়েছিল সরকারকে।
advertisement
আরও পড়ুন : নববর্ষে গরমে ঘেমেনেয়ে অস্থির নাকি বৃষ্টি নামবে? আবহাওয়ার বড় খবর
প্রথমদিকে হকারদের আপত্তি, দোকান সরানো, জমি সংক্রান্ত জটিলতা ইত্যাদি নানা কারণে প্রকল্পে বিলম্ব ঘটে। অবশেষে ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয় নির্মাণকাজ। কালীঘাট স্কাইওয়াক নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছিল। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং সাড়ে ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকটি পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছোনোর পথ সহজ করবে। স্কাইওয়াক নির্মাণের জন্য রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যতীন দাস পার্কে। চার বছর পর, সম্প্রতি তাঁদের পুনর্বাসন দিয়ে কালীঘাটে তৈরি নতুন এসি মার্কেটে ফিরিয়ে এনে নয়া দোকান দেওয়া হয়েছে।