TRENDING:

Kalighat Mandir: কালীঘাটের মন্দিরে তৈরি হচ্ছে নতুন সোনার চূড়া! মোট কত খরচ হচ্ছে জানেন...ঘোষণা করলেন মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী জানান, এবারের গঙ্গাসাগর মেলায় মোট ২৫০ কোটি টাকা খরচ হচ্ছে৷ জানান, গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতি নিয়ে ফের কেন্দ্রের কাছে তিনি আবেদন জানিয়েছেন বলে জানান মমতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কালীঘাটের মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন একাধিক প্রশাসনিক ঘোষণার মাঝে তৃণমূলনেত্রী জানান, কালীঘাটের মন্দিরের সোনার চূড়ার জন্য আলাদা করে বরাদ্দ করা হচ্ছে অর্থ৷ এই খাতে কয়েকশো কোটি টাকা এখনও পর্যন্ত খরচ বরাদ্দ হয়েছে বলে জানালেন তিনি৷
advertisement

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কালীঘাটের মন্দিরের জন্য রিলায়্যান্স সোনার চূড়াটা করছে আর ভিতরের কাজ কিছু করছে। ওদের খরচ ৩৫ কোটি টাকা, আমরা দিচ্ছি ১৬৫ কোটি টাকা। কালীঘাটের মন্দির জন্য যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়, আমরা দেখছি৷’’ এছাড়া, দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তাতে ২০৫ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানান মমতা।

advertisement

আরও পড়ুন: মিশন চব্বিশ! ৩৫ আসনের লক্ষ্যপূরণে একাধিক বড় সিদ্ধান্ত..বৈঠক শেষে কী ঠিক করল বঙ্গ বিজেপি?

মুখ্যমন্ত্রী জানান, এবারের গঙ্গাসাগর মেলায় মোট ২৫০ কোটি টাকা খরচ হচ্ছে৷ জানান, গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতি নিয়ে ফের কেন্দ্রের কাছে তিনি আবেদন জানিয়েছেন বলে জানান মমতা৷ তিনি বলেন, ‘‘গঙ্গাসাগর মেলা নিয়ে আমি আজ আবার চিঠি দিচ্ছি। ২৫০ কোটি টাকা এবার খরচ করেছি। আমার ধারণা ১ কোটির উপর লোক ছড়িয়ে যাবে গঙ্গাসাগর মেলা। বাংলার এই মেলা কেন জাতীয় স্বীকৃতি পাবে না? তাই আমি আজ আবার চিঠি দিলাম।’’

advertisement

এদিন ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ প্রস্তাব নিয়ে বিরোধিতা করে কেন্দ্রের মোদি সরকারের কাছে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ওয়ান নেশন, ওয়ান ইলেকশন নিয়ে কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান নীতেন চন্দ্র-কে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধান কি একে মান্যতা দেয়? চিঠিতে প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন: হাইকোর্টে ফের ধাক্কা সুজয়কৃষ্ণ ভদ্রের! কণ্ঠস্বরের নমুনা নিয়ে প্রক্রিয়া চলবে, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ‘এক দেশ, এক নির্বাচন’-এর প্রসঙ্গ নিয়ে এর আগেও বিরোধিতা করেছে একাধিক বিরোধী দল৷ সে তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসও৷ সেই সূত্রেই এ বার চিঠি দিয়ে এই বিষয়ে বিরোধিতা জোরাল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি চিঠিতে প্রশ্ন তুললেন, ‘আমদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দেয়। সংবিধানে বলা হয়েছে একটা কেন্দ্রীয় সরকার আর নানা রাজ্যে সরকার থাকবে। যদি সংবিধান প্রণেতারা ওয়ান নেশন, ওয়ান ইলেকশনকে মান্যতা না দেয়, তাহলে কী করে সেই ধারণায় আপনারা পৌঁছে যাচ্ছেন? এক সঙ্গে সংসদীয় ভোট ও বিধানসভার ভোট কী করে করবেন?’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalighat Mandir: কালীঘাটের মন্দিরে তৈরি হচ্ছে নতুন সোনার চূড়া! মোট কত খরচ হচ্ছে জানেন...ঘোষণা করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল