Bengal BJP: মিশন চব্বিশ! ৩৫ আসনের লক্ষ্যপূরণে একাধিক বড় সিদ্ধান্ত..বৈঠক শেষে কী ঠিক করল বঙ্গ বিজেপি?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বিজেপি সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে, এখন থেকেই দেওয়াল লিখন শুরু করা শুরু করে দিতে হবে। প্রার্থী যেই হোন না কেন, দলীয় প্রার্থীর হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সকলকেই। সংগঠনকে শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত কাজ বুঝিয়ে দেওয়া হয় নেতৃত্বকে।
কলকাতা: মিশন ২৪। মঙ্গলবার দিনভর বঙ্গ বিজেপির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল নিউটাউনের পাঁচতারা হোটেলে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় পর্যবেক্ষক সহ পদ্ম শিবিরের বিধায়ক, সাংসদ ও বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন সেখানে। বঙ্গ বিজেপি সূত্রের খবর, বাংলায় ৩৫টি আসনের লক্ষ্যমাত্র পূরণের প্রাথমিক রণকৌশল ঠিক করতেই আয়োজন করা হয়েছিল এই বৈঠকের।
বিজেপি সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে, এখন থেকেই দেওয়াল লিখন শুরু করা শুরু করে দিতে হবে। প্রার্থী যেই হোন না কেন, দলীয় প্রার্থীর হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সকলকেই। সংগঠনকে শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত কাজ বুঝিয়ে দেওয়া হয় নেতৃত্বকে।
আরও পড়ুন: হাইকোর্টে ফের ধাক্কা সুজয়কৃষ্ণ ভদ্রের! কণ্ঠস্বরের নমুনা নিয়ে প্রক্রিয়া চলবে, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ
জানা গিয়েছে, আগামী ১২, ২৩ এবং ২৮ জানুয়ারি সব বুথে অনুষ্ঠান করতে হবে। আগামী ২৮ জানুয়ারি সব বুথে দেখানো হবে ‘মন কি বাত’ অনুষ্ঠান। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন সেবামূলক কাজ করতে হবে বিজেপি কর্মীদের।
advertisement
advertisement
আরও পড়ুন: আক্রান্ত আধিকারিকদের বিরুদ্ধেই FIR! প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ED
৪২ লোকসভা কমিটির সদস্যদের নাম জমা দিতে হবে ১৬ জানুয়ারি মধ্যে। বিধানসভা ভিত্তিক কমিটির সদস্যদের নাম জমা দিতে হবে ২২ ফেব্রুয়ারি মধ্যে। যাঁরা মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে তাদের সাথে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যোগাযোগ করতে হবে। ১০১ জনের একটি কমিটিও তৈরি হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বলে খবর বিজেপি সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 10, 2024 5:04 PM IST