TRENDING:

Soumen Roy returned toTMC| এবার বিজেপি থেকে ঘরওয়াপাসি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের! হ্যাটট্রিক তৃণমূলের

Last Updated:

Soumen Roy returned toTMC| আজ দলীয় কার্যালয়ে তাঁর হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বারবার তিনবার। হ্যাঁ, মুকুল রায়ের পথ ধরে এই নিয়ে তৃতীয় বিধায়ক ফুলবদল করলেন। তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর আজ আনুষ্ঠানিক ভাবে বিজেপি থেকে তৃণমূলে এলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। আজ দলীয় কার্যালয়ে তাঁর হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়া।
advertisement

সৌমেন যে তৃণমূলেক পথে পা বাড়িয়ে রেখেছেন, তা তিনি ঘুণাক্ষরেও বুঝতে দেননি।  দিন কয়েক আগেই উত্তরবঙ্গে বিজেপির বৈঠকে সৌমেন হাজির ছিলেন। কেউ বুঝতে পারেননি ভেতরে ভেতরে তিনিও বেসুরো। তুমি নিজেই বরং বুক ঠুকে ওই বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বলেন, শাসকদল কাজ করতে না দেওয়ায় সমস্যা হচ্ছে। জেলাশাসকদের সাহায্য পাচ্ছি না। ফলে অনেকেই অসন্তুষ্ট। তবে আমরা বিজেপি তেই রয়েছি বিজেপিতে থাকবো।  মুখে এমন বললেও বিজেপিতে শেষমেষ থাকলেন না সৌমেন।

advertisement

পার্থ চট্টোপাধ্যায় এদিন সৌমেনকে দলে টেনে বলেন, "আমাদের দল থেকে যারা অন্য দলে চলে গিয়েছিলেন তাদের কয়েকজনকে ইতিমধ্যেই আমরা দলে ফিরিয়ে নিয়েছিলাম। এবার বিজেপির বিধায়ক সৌমেন রায় দলে যোগ দিতে আবেদন করেছিল। উত্তরবঙ্গে কাজের জন্যে  মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকতে চেয়েছিলেন। তাই তাঁকে নেওয়া হল।"

সৌমেন স্পষ্টই আজ বলেন, "মাঝখানে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। দিদির উন্নয়নকে সামনে রেখেই উত্তরবঙ্গের জন্য কাজ করতে চাই।" সৌমেনের যুক্তি শুধু তিনিই নন, দলে ফেরার জন্য অপেক্ষমান অনেকেই।

advertisement

সৌমেনের যুক্তি ঘটনাচক্রে তিনি বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু তার মন পড়েছিল তৃণমূলে। এদিন শুভেন্দু অধিকারীর নাম না নিয়েই বলেন, "বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারে না।" কেন বিজেপি ছাড়লেন সৌমেন? প্রশ্ন করতেই সৌমেনের উত্তর, "বিজেপির কালচারের সাথে বাংলার কালচার মেলে না৷ আর বিজেপির বিভাজনের রাজনীতি বাঙালি পছন্দ করে না।বাংলা এক ছিল, এক‌ই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।"

advertisement

কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ও কৈলাশ বিজয়বর্গীর প্রার্থী ছিলেন। সূত্রের খবর, অনন্ত  মহারাজের সুপারিশে প্রার্থী হয়েছিল তাঁকে। এক সপ্তাহে তিন উইকেট, উপনির্বাচনের মুখে বিজেপি ব্যাকফুটেই। এখন অপেক্ষা উত্তরবঙ্গ থেকে আর কত উইকেট তুলতে পারে তৃণমূল তা দেখার।

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

-আবীর ঘোষাল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Soumen Roy returned toTMC| এবার বিজেপি থেকে ঘরওয়াপাসি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের! হ্যাটট্রিক তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল