TRENDING:

Kajari Banerjee| Municipal Election: নজরে ৭৩, হাই প্রোফাইল কেন্দ্রের নয়া প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Kajari Banerjee| Municipal Election: সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভায় যে কয়েকটি হাই প্রোফাইল কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল ওয়ার্ড ৭৩। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই ৭৩ নম্বর ওয়ার্ড। এবার এই ওয়ার্ডেই প্রার্থী বদল করা হল। আর যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ। কার্তিক বন্দোপাধ্যায়ের স্ত্রী, হলেন কাজরী বন্দোপাধ্যায়। আর তিনিই এবার প্রার্থী ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের। যার মধ্যে পড়ে মমতা বন্দোপাধ্যায়ের বাসভবন হরিশ চ্যাটার্জি স্ট্রিট।রাজনৈতিক মহলের মতে, ঘাসফুলের প্রার্থিতালিকায় এটি অন্যতম বড় চমক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে এ বার প্রার্থী তাঁরই ভ্রাতৃবধূ।
advertisement

আরও পড়ুন-জোড়া ফুলের প্রার্থী প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে

শুক্রবার রাতে তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়, ৭৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার অসংরক্ষিত ৭৩ নম্বর ওয়ার্ডেই পড়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেই ওয়ার্ডেই এ বার ঘাসফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাজরী। একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁকে দেখা গিয়েছে। এই প্রথম তিনি নামছেন সরাসরি রাজনীতির ময়দানে।

advertisement

আরও পড়ুন-ফের হাজির গভীর নিম্নচাপ! সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টির আশঙ্কা! গতিপথ জানাল হাওয়া অফিস...

তাঁর স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি। সূত্রের খবর, ভবানীপুরের উপনির্বাচনে এই ওয়ার্ড দেখভালের ভার মমতা বন্দোপাধ্যায় শীর্ষ নেতাদের পাশাপাশি দিয়েছিলেন ভাই কার্তিককে। ২০১৯ লোকসভা ভোটে এই ওয়ার্ডে ৪৯৬ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। ২০২১-এর উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, ৭৩ নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়  ৫ হাজারেরও বেশি ভোটের ‘লিড’ পেয়েছেন। উপনির্বাচনে  কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রভাব স্ত্রীর মনোনয়নের ক্ষেত্রে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

কাজরী ও কার্তিকের এক সন্তান। আবেশ বন্দ্যোপাধ্যায় পেশায় চিকিৎসক। এ বার তাঁর মা লড়বেন পুরসভা নির্বাচনে।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার প্রচার শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার বানানো হয়েছে। সেই পোস্টারের ছবি দিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু। আগামী দিনে তিনি ভোটের প্রচার ওয়ার্ডেও শুরু করে দিতে চলেছেন। এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রতন মালাকার জানিয়েছেন, সূচি চূড়ান্ত করে তাঁরা প্রচার শুরু করে দেবেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kajari Banerjee| Municipal Election: নজরে ৭৩, হাই প্রোফাইল কেন্দ্রের নয়া প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল