আরও পড়ুন-জোড়া ফুলের প্রার্থী প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে
শুক্রবার রাতে তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়, ৭৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার অসংরক্ষিত ৭৩ নম্বর ওয়ার্ডেই পড়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেই ওয়ার্ডেই এ বার ঘাসফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাজরী। একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁকে দেখা গিয়েছে। এই প্রথম তিনি নামছেন সরাসরি রাজনীতির ময়দানে।
advertisement
আরও পড়ুন-ফের হাজির গভীর নিম্নচাপ! সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টির আশঙ্কা! গতিপথ জানাল হাওয়া অফিস...
তাঁর স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি। সূত্রের খবর, ভবানীপুরের উপনির্বাচনে এই ওয়ার্ড দেখভালের ভার মমতা বন্দোপাধ্যায় শীর্ষ নেতাদের পাশাপাশি দিয়েছিলেন ভাই কার্তিককে। ২০১৯ লোকসভা ভোটে এই ওয়ার্ডে ৪৯৬ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। ২০২১-এর উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, ৭৩ নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৫ হাজারেরও বেশি ভোটের ‘লিড’ পেয়েছেন। উপনির্বাচনে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রভাব স্ত্রীর মনোনয়নের ক্ষেত্রে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কাজরী ও কার্তিকের এক সন্তান। আবেশ বন্দ্যোপাধ্যায় পেশায় চিকিৎসক। এ বার তাঁর মা লড়বেন পুরসভা নির্বাচনে।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার প্রচার শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার বানানো হয়েছে। সেই পোস্টারের ছবি দিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু। আগামী দিনে তিনি ভোটের প্রচার ওয়ার্ডেও শুরু করে দিতে চলেছেন। এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রতন মালাকার জানিয়েছেন, সূচি চূড়ান্ত করে তাঁরা প্রচার শুরু করে দেবেন।