TRENDING:

‘মুখ্যমন্ত্রীর ভাইপোর ১০০ কোটির বাংলো, পরিবারের আয়ের উৎস কী?’ মমতার উদ্দেশ্যে কটাক্ষ বিজয়বর্গীর

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের আয়ের উৎসে নজর বিজেপির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের আয়ের উৎসে নজর বিজেপির ৷ কলকাতায় এসে এমন মন্তব্যই করলেন বিজেপি শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গী ৷ সারদা , নারদ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা ছাড়াও এবার মমতার পরিবারকে আক্রমণের পথে হাঁটলেন কৈলাস বিজয়বর্গী ৷ মুখ্যমন্ত্রীর গ্রেফতারির চ্যালেঞ্জের উত্তরেও বিজয়বর্গীর সাফ জবাব দুর্নীতি করলে সিবিআই গ্রেফতার করবেই ৷
advertisement

মালদহের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিজয়বর্গীর মন্তব্যকেই হাতিয়ার করে গেরুয়া শিবিরের প্রতি আক্রমণ শানাচ্ছেন, তখন কলকাতাতে রাজ্য সফরে আসা বিজেপি শীর্ষ নেতা বিজয়বর্গীও মমতা সমালোচনায় সরব ৷ এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবারের আয় নিয়ে প্রশ্ন তোলেন কৈলাস ৷ বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভাইপো ১০০ কোটি দিয়ে বাংলো বানাচ্ছেন ৷ তাঁর পরিবারের আয়ের উৎস কী? আমাদের কাছে সব তথ্য আছে ৷ সময়মতো সেই তথ্য প্রকাশ করব ৷ আমি এখন মুকুল, শুভেন্দুকে নিয়ে ভাবছি না ৷ মুখ্যমন্ত্রীর পরিবারের আয়ের উৎসের উপর আমার নজর আছে ৷’

advertisement

শীর্ষ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর বক্তব্যকে আশ্রয় করে এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘সিবিআই-ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে ৷ বিজেপির বিরুদ্ধে কথা বললে ভয় দেখাচ্ছে ৷ ‘বিজেপির নেতা বলছেন প্রধানমন্ত্রী নির্দেশ, তাই জেলে সুদীপ, তাপস ৷ উনি কি সিবিআই অধিকর্তা? প্রধানমন্ত্রী কি এটা ওনাকে শিখিয়েছেন?’ মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের উত্তরে কৈলাস বিজয়বর্গী বলেন, ‘সিপিএম আমলে চিটফান্ড শুরু হয়েছিল ৷ তৃণমূলের আমলে একলাফে তা অনেকটা বেড়েছে ৷ শ্যামল সেন কমিশনের তদন্ত প্রকাশ্যে আনা হোক ৷ আমার অভিযোগ এর মধ্যেও দুর্নীতি আছে ৷ BJP কেন্দ্রে ক্ষমতায় আসার আগেই CBI তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এর মধ্যে আমি কোথা থেকে আসছি ৷’

advertisement

আরও পড়ুন,

একজন তৃণমূলকে গ্রেফতার করলে বিজেপির ১ লক্ষ লোক জেলে ঢুকবে, পাল্টা চ্যালেঞ্জ মমতার

এতেই শেষ নয়, গ্রেফতারি নিয়ে মমতার চ্যালেঞ্জের জবাবের উত্তরও সাংবাদিক বৈঠকে দেন কৈলাস বিজয়বর্গী ৷ তিনি বলেন, ‘নারদকাণ্ডে তৃণমূলের কেউ গ্রেফতার হলে ,বিজেপি-র ১ লক্ষ মানুষকে গ্রেফতার করব ৷ একথা বলেছেন মুখ্যমন্ত্রী ৷ এই দেশে কি সংবিধান নেই? নাকি ওঁর নিয়মই চলবে ৷ আমায় গ্রেফতার করতে পারে, কিন্তু যারা গরিবের টাকা মারবে ৷ সিবিআই তাদের গ্রেফতার করবেই ৷’

advertisement

তৃণমূল রাজনীতির তীব্র সমালোচনা করে কৈলাস বিজয়বর্গীর মন্তব্য, ‘তোষণের রাজনীতি করে তৃণমূল ৷ বিশেষ সম্প্রদায়ের মানুষকে বিশেষ সুবিধা দেয় অথচ রাজ্যে আদিবাসীরা উপেক্ষিত ৷ এখানে আদিবাসীরা সুরক্ষিত নয় ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

মাহালি দম্পতির তৃণমূলে যোগ নিয়ে প্রশ্ন করা হলে বাকি বিজেপি নেতার মতো বিজয়বর্গীরও ক্ষোভ উগরে দেন ৷ শুধু তৃণমূল নয় তার নিশানায় পুলিশও ৷ বিজয়বর্গীর অভিযোগ, ‘পুলিশই মাহালি দম্পতিকে ভয় দেখিয়েছে ৷ তৃণমূলে যোগ না দিলে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছে ৷ এফআইআর করতে দেয়নি পুলিশ ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘মুখ্যমন্ত্রীর ভাইপোর ১০০ কোটির বাংলো, পরিবারের আয়ের উৎস কী?’ মমতার উদ্দেশ্যে কটাক্ষ বিজয়বর্গীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল