এই বোর্ডের মধ্যে রয়েছেন এন্ডোক্রোনোলিজ, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, ইএনটি, মেডিক্যাল বিশেষজ্ঞ ডাক্তাররা। হাসপাতাল সূত্রে খবর তাদের পর্যবেক্ষণেই এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা হচ্ছে। কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন: তাজপুর বন্দরে টেন্ডারের ডাক দিয়ে মহুয়ার পাশে থাকার বার্তা মমতার? শুরু জল্পনা
advertisement
হাসপাতাল সূত্রে খবর ড্রপলার ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে রক্তের প্রবাহের গতি নির্ণয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে কিনা সেদিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন ডাক্তাররা। কিছুদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে জেলের হাসপাতালেই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমেই তাকে দীর্ঘক্ষণ অক্সিজেন দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাঁর সেলের মধ্যেও সেই অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করেছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু এবার শরীর খারাপ এমনই পর্যায়ে, তাঁকে নিয়ে যেতে হল এসএসকেএম হাসপাতালে।
আরও পড়ুন: বাণিজ্য সম্মেলনে নজরে বিদেশি বিনিয়োগ! দ্বিতীয় দিনে হতে পারে একাধিক সিদ্ধান্ত
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে জেলেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুটা শ্বাসকষ্টও হয় তাঁর। তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেই তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকরা। তার পরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। কার্ডিওলজির এমার্জেন্সি ওয়ার্ডের ৫ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। তাঁর উপরে নজর রাখছে মেডিসিন ও নিউরোলজি বিভাগও।
আরও খবর পড়তে ফলো করুন