TRENDING:

Jyotipriya Mallick News: হঠাৎ বদলে গেছে সময়, জেলের প্রথম রাতে কী করলেন জ্যোতিপ্রিয়? সামনে এল চমকে ওঠা খবর

Last Updated:

Jyotipriya Mallick News: আদালতের নির্দেশ মতো রাতেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। কোর্টের নির্দেশ মেনেই জেলের নয়, ডায়েট অনুসারে খাবার দেওয়া হয়েছে বর্তমান বনমন্ত্রীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডি হেফাজতের পর চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। গত ১৪ দিন ইডি হেফাজতে ছিলেন মন্ত্রী। এ বার জেলে থাকার পালা। রবিবার রাতেই জেলে ঢুকেছেন রাজ্যের বনমন্ত্রী। আদালতে জ্যোতিপ্রিয়ের আইনজীবী তাঁর জামিনের আবেদনও জানাননি। তবে ইডি হেফাজতে থেকে মন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জেলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার আবেদনও জানানো হয়েছে।
জেলে কেমন কাটল জ্যোতিপ্রিয়র
জেলে কেমন কাটল জ্যোতিপ্রিয়র
advertisement

আদালতের নির্দেশ মতো রাতেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। কোর্টের নির্দেশ মেনেই জেলের নয়, ডায়েট অনুসারে খাবার দেওয়া হয়েছে বর্তমান বনমন্ত্রীকে। অসুস্থ থাকলে জেল হাসপাতালে স্থান হয় বিচারাধীন বন্দির। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হাসপাতালে রাখা হয়নি।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র ব্যাঙ্কের লকার খুলতেই থ ইডি! যা ভেবেছিলেন, দেখা গেল সব উল্টো

advertisement

পয়লা বাইশ সেল ওয়ার্ডে রাখা হয়েছে রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। প্রেসিডেন্সি জেল বা সংশোধনাগারে সবচেয়ে নিরাপত্তা বেশি রয়েছে ওই পয়লা বাইশ সেল ওয়ার্ডেই। পয়লা বাইশের বিভিন্ন সেলেই রয়েছেন এ রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্তরা। সেখানেই আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।

আরও পড়ুন: দল কি আর পাশে নেই? মহুয়া মৈত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! স্পষ্ট হয়ে গেল সব

advertisement

কিন্তু জেলের প্রথম রাতে কী করলেন জ্যোতিপ্রিয় মল্লিক? সূত্রের খবর, জেলের প্রথম রাতে চোখের জল ফেলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেলে মন্ত্রীর জন্য কোনও খাটের ব্যবস্থা নেই। মাটিতেই কম্বল পেতে শুয়ে রাত কাটিয়েছেন জ্যোতিপ্রিয়। এমনকী কারও সঙ্গে কোনও কথাও বলেননি তিনি। চোখের জল ফেলেছেন কেবল।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

জ্যোতিপ্রিয় মল্লিকের সেলের মধ্যে নেই টিভি, খাট, খবরের কাগজের মতো পরিষেবা। তাতে আরও হতাশ হয়েছেন বালু। সেলের মধ্যে খবরের কাগজ আসে। তবে ঘুরিয়ে–ফিরিয়ে তা পড়তে হয়। একটা কাগজ আলাদা করে কাউকে দেওয়া হয় না। তাই কাগজে চোখ রাখেননি জ্যোতিপ্রিয়। কিন্তু এখন শরীর অনেকটা ভাল আছে বলেই জেল সূত্রে খবর। রাতে হালকা ঘুম হয়েছে মন্ত্রীর, খুব ভোরে তিনি ঘুম থেকে উঠেও পড়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick News: হঠাৎ বদলে গেছে সময়, জেলের প্রথম রাতে কী করলেন জ্যোতিপ্রিয়? সামনে এল চমকে ওঠা খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল