আজকের নির্দেশের কপি এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে বলেছে আদালত। ইংরেজি, হিন্দি, বাংলা দৈনিকে বিজ্ঞাপন দেওয়ার কথাও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: আদালত অবমাননার অভিযোগ, অভিষেকের শ্যালিকার মামলায় ইডি-র হলফনামা তলব
অন্যদিকে সিবিআই তদন্তকারীদের প্রশংসা করলেন বিচারপতি৷ বললেন, "আমাদের দেশকে বাঁচাতে ভয়মুক্ত হয়ে আপনারা কাজ করুন। যেভাবে গাজিয়াবাদ পর্যন্ত গিয়ে এসএসসি নিয়োগ রহস্যভেদ করেছেন আমি ধন্যবাদ জানাই। কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদের যেভাবেই হোক দেশকে বাঁচাতে হবে।" ১৬ নভেম্বর এসএসসি নিয়োগ মামলার শুনানি।
advertisement
নিয়ম বহির্ভূত ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের চাকরি যাবে৷ এমনই হুঁশিয়ারি আগেই দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন- ঝগড়ার মধ্যে স্ত্রীর কুঠারের কোপে হত স্বামী, খণ্ডিত করা হয় তাঁর যৌনাঙ্গও
এসএসসি সহ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর নির্দেশের সূত্রেই তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্যদের মতো সরকারি পদে থাকা প্রাক্তন ও বর্তমান শীর্ষ কর্তারা৷ চাকরি খুইয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী৷