TRENDING:

Justice Abhijit Ganguly: এসএসসি-তে একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিল, যোগ্যদের নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার এসএসসি-র গ্রুপ ডি-তে একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আজই বিজ্ঞপ্তি দিয়ে এই ১৯১১ জনের চাকরি বাতিলের কথা জানানোর জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
১৯১১ জনে চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
১৯১১ জনে চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement

এ দিন এসএসসি-র পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, এসএসসি গ্রুপ ডি-তে মোট ২৮২৩ জনের নম্বর বাড়িয়ে চাকরির সুপারিশ করা হয়েছিল৷ তার মধ্যে ১৯১১ জন এখনও চাকরি করছেন৷ সেই ১৯১১ জনেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

আরও পড়ুন: বাবা কে? খুঁজতে DNA পরীক্ষার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

advertisement

বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেওয়ার আগেই এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির জন্য আবেদন জানান এই চাকরিপ্রার্থীরা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ আগামী সোমবার যথাযথ ভাবে মামলা দায়েরর জন্য চাকরিপ্রার্থীদের পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ৷

আরও পড়ুন: 'প্রাথমিকে সিবিআই তদন্ত, ছিঃ, ছিঃ, ছিঃ!" বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

advertisement

এর আগে ২০২১ সালে এসএসসি গ্রুপ ডি-রই ৬০৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ ওই জায়গায় অপেক্ষমান মেধাতালিকা থেকে যোগ্য ও মেধাবীদের চাকরির সুপারিশ দিতে এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিন সপ্তাহের মধ্যে অপেক্ষমান মেধাতালিকা থেকে যোগ্য ও মেধাবীদের কাউন্সেলিং করে ১৯১১ জনের নাম প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এসএসসি-র গ্রুপ ডি-তে মোট ৩৯৫৬টি শূন্যপদ ছিল৷ তার মধ্যে ২৫১৮ জনের চাকরি গেল৷ এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আমলে ওএমআর শিটে কারচুপির ফলে এই চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র পেয়েছিলেন বলে অভিযোগ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: এসএসসি-তে একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিল, যোগ্যদের নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল