TRENDING:

Justice Abhijit Ganguly: এখনই ৩২ হাজার চাকরি বাতিল নয়! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

Justice Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকা ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করতে হবে, তাদের যাবতীয় বেতন ফেরত দিতে হবে এবং তাদের বদলে নতুন নিয়োগ করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুপ্রিম কোর্টে ফের স্থগিত হল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়। স্থগিত হয়ে গেল তাঁর দেওয়া নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার রায়। ইতিমধ্যেই এই তিন রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারারা। ডিভিশন বেঞ্চ বেতন ফেরত দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
advertisement

বাকি দুই ক্ষেত্রে অবশ্য এখনও চলছে শুনানি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারারা। শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালত জানায়, সিঙ্গল বেঞ্চের তিনটি নির্দেশেই থাকবে স্থগিতাদেশ। ডিভিশন বেঞ্চে যেমন মামলা চলছে তেমন চলবে।

আরও পড়ুন: ২০০০! ভোটের আবহেই তৃণমূলের বিরাট সিদ্ধান্ত, ভয় পাচ্ছেন নেতারাও

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকা ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করতে হবে, তাদের যাবতীয় বেতন ফেরত দিতে হবে এবং তাদের বদলে নতুন নিয়োগ করতে হবে। বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।

advertisement

আরও পড়ুন: দিঘায় কী মারাত্মক কাণ্ড! পর্যটকরা মাথায় হাত, দিঘা শহরেও বিরাট আতঙ্ক

এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেয়েছিলেন তিনি। আবার তাঁরই নির্দেশে গিয়েছিল চাকরিও। আরও একবার চাকরি ফিরে পাওয়ার আশায় কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন ববিতা সরকার। একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন তিনি। বৃহস্পতিবার মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

advertisement

উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। পরিবর্তে চাকরি পান ববিতা সরকার। কিন্তু, পরবর্তীতে তাঁকেও চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: এখনই ৩২ হাজার চাকরি বাতিল নয়! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল