Digha News: দিঘায় কী মারাত্মক কাণ্ড! পর্যটকদের মাথায় হাত, দিঘা শহরেও বিরাট আতঙ্ক

Last Updated:
Digha News: শনিবারই পঞ্চায়েত নির্বাচন। তাই পর্যটকের ভিড় না থাকলেও, জলোচ্ছ্বাস দেখছেন পর্যটকরা।
1/6
দিঘা: দিঘায় জলোচ্ছ্বাস। বিচে গার্ডওয়াল টপকে জল। আজ দিঘাতে সকাল থেকে ব্যাপক বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখার মতো।
দিঘা: দিঘায় জলোচ্ছ্বাস। বিচে গার্ডওয়াল টপকে জল। আজ দিঘাতে সকাল থেকে ব্যাপক বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখার মতো।
advertisement
2/6
গার্ডওয়াল টপকে দিঘা শহরে ঢুকেছে জল।পর্যটকদের ভিড় তেমন নেই। প্রশাসনের পক্ষ থেকে চলছে সতর্কতা জারি।
গার্ডওয়াল টপকে দিঘা শহরে ঢুকেছে জল।পর্যটকদের ভিড় তেমন নেই। প্রশাসনের পক্ষ থেকে চলছে সতর্কতা জারি।
advertisement
3/6
এদিন ভিড় তেমন খুব একটা না থাকলেও, সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস দেখা যায়। দিঘা পুলিশ প্রশাসনে পক্ষ্য থেকে জানানো হয়েছে, কয়েক দিন আগেই পূর্ণিমা কোটালের জেরে এই জলোচ্ছ্বাস।
এদিন ভিড় তেমন খুব একটা না থাকলেও, সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস দেখা যায়। দিঘা পুলিশ প্রশাসনে পক্ষ্য থেকে জানানো হয়েছে, কয়েক দিন আগেই পূর্ণিমা কোটালের জেরে এই জলোচ্ছ্বাস।
advertisement
4/6
শনিবারই পঞ্চায়েত নির্বাচন। তাই পর্যটকের ভিড় না থাকলেও, জলোচ্ছ্বাস দেখছেন পর্যটকরা।
শনিবারই পঞ্চায়েত নির্বাচন। তাই পর্যটকের ভিড় না থাকলেও, জলোচ্ছ্বাস দেখছেন পর্যটকরা।
advertisement
5/6
পর্যটকদের সমুদ্রে নামতে বারন করা হয়েছে। বড় কোনও বিপত্তি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। গত দুই দিন ধরেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। সতর্ক করা হচ্ছে পর্যটকদের।
পর্যটকদের সমুদ্রে নামতে বারন করা হয়েছে। বড় কোনও বিপত্তি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। গত দুই দিন ধরেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। সতর্ক করা হচ্ছে পর্যটকদের।
advertisement
6/6
তবে দিঘা বেড়াতে এসে সমুদ্রে নামতে না পেরে, কিছুটা হতাশায় রয়েছে পর্যটকরা। এদিন ওল্ড দিঘার গার্ডরেলে প্রচুর পর্যটক বসেছিলেন, কিন্তু জলোচ্ছ্বাসের জেরে অনেকেই সেখান থেকে উঠে যান।
তবে দিঘা বেড়াতে এসে সমুদ্রে নামতে না পেরে, কিছুটা হতাশায় রয়েছে পর্যটকরা। এদিন ওল্ড দিঘার গার্ডরেলে প্রচুর পর্যটক বসেছিলেন, কিন্তু জলোচ্ছ্বাসের জেরে অনেকেই সেখান থেকে উঠে যান।
advertisement
advertisement
advertisement