SIT টিমকে আরও শক্তিশালী করতে দিল্লি সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের ওই অফিসারকে কলকাতায় আনতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ডিআইজি সিবিআই অশ্বিন সেনভিকে সিট পুনর্গঠনের নির্দেশ কার্যকর করতে নির্দেশ।
আরও পড়ুন: পুজোর আগেই এ কোন ভূমিকায় বিধায়ক! যা করলেন, চমকে উঠল সকলে
এদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক। পার্থ সেনের পর গ্রেফতার কৌশিক মাঝি। OMT শিট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ডিরেক্টর হলেন কৌশিক। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, কৌশিক মাঝি এস বসু অ্যান্ড রায় কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন। ২০১৪ সালের প্রাথমিকের ক্ষেত্রে OMR শিট রক্ষণাবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্বে ছিল।
advertisement
অভিযোগ ওঠে, এই সংস্থাই কারচুপি করে যাঁরা অকৃতকার্য ছিলেন, তাঁদেরকে পাশ করিয়ে দেয়। তাঁদের চাকরির বন্দোবস্ত করে দিয়েছিল বলে অভিযোগ। পার্থ সেনকে জিজ্ঞাসাবাদের পর কৌশিক মাঝির নাম উঠে আসে জেরায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করে সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে এবার সিবিআই SIT পুনর্গঠন করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।