Durga Puja 2023: পুজোর আগেই এ কোন ভূমিকায় বিধায়ক! যা করলেন, চমকে উঠল সকলে

Last Updated:

Durga Puja 2023: আলোক শয্যায় চোখ ধাঁধানো পুজো প্যান্ডেলের সংখ্যাও বেশ অনেকগুলি। তবে প্রতিবছরই নামি পুজো কমিটিগুলি তাদের থিম-সং করে থাকে।

অন্য ভূমিকায় বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি
অন্য ভূমিকায় বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি
উত্তর ২৪ পরগনা: জেলার পুজোর থিম সং গাইলেন জেলা পরিষদের সভাধিপতি স্বয়ং! জানা গিয়েছে ইতিমধ্যেই কলকাতার একটি স্টুডিও-তে রেকর্ডিং সম্পন্ন করে, থিম-সং দুটি রিলিজ করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় এ বছর নামিদামি পুজো গুলি একে অপরকে টেক্কা দিতে রীতিমতো ময়দানে কোমর বেঁধে নেমেছেন। কেউ থিমে চমক দিচ্ছে তো কেউ মাতৃ প্রতিমায়।
আলোক শয্যায় চোখ ধাঁধানো পুজো প্যান্ডেলের সংখ্যাও বেশ অনেকগুলি। তবে প্রতিবছরই নামি পুজো কমিটিগুলি তাদের থিম-সং করে থাকে। আর তাই জেলার বারাসতের চারের পল্লি সর্বজনীন ও অশোকনগরের পাঁচের পল্লি সর্বজনীন পুজো কমিটির থিম-সং গেয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চায় জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
advertisement
advertisement
বারাসত চারের পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য রাহুল নাগ জানান, আমাদের প্যান্ডেলের থিম দক্ষিণের শিবালয়ে আগমনীর সুর। নারায়ণ গোস্বামী আমাদের পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক দীর্ঘদিন। তবে, এবার থিম সং এর ভাবনা প্রথম। থিম সং করেছেন নারায়ণ গোস্বামী নিজে। অন্যদিকে, অশোকনগরের পাঁচের পল্লি সর্বজনীন পুজো কমিটির সদস্য অম্লান দে বলেন, আমাদের প্রতি বছরের থিম সং হয়। এবার আমাদের বিধায়ক থিম সং করেছেন। ১৫ লক্ষ টাকা বাজেটে আমাদের পুজোর থিম কুরুক্ষেত্র যুদ্ধের ইতিহাস। তবে, চিরাচরিত সাবেকিয়ানা মূর্তি থাকছে প্যান্ডেলে।
advertisement
ক্লাবের কর্মকাণ্ড ও প্যান্ডেলের থিমের ওপরেই আমাদের থিম সং হয়েছে। বিষয়টি নিয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, কলকাতায় উষা উত্থুপের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। সুরকার অভিক সেন ও থিম সং লিখেছেন শুভেন্দু আচার্য। আমার কাছে অনেক ক্লাবেরই থিম সং করার অনুরোধ এসেছিল, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি। বিধায়ক ও জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকেও সংগীতপ্রেমী নারায়ণ গোস্বামীকে, এর আগেও বহুবার মঞ্চে গান গাইতে ও অভিনয় করতে দেখা গিয়েছে। সংস্কৃতি প্রেমী এই বিধায়কের গান ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে জেলায়।
advertisement
—– Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: পুজোর আগেই এ কোন ভূমিকায় বিধায়ক! যা করলেন, চমকে উঠল সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement