প্রসঙ্গত, ২০২২ সালে সন্তানের অসুস্থতার জন্য বদলির আবেদন জানান মুর্শিদাবাদের বালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বনানী ঘোষ। যদিও তাঁর আবেদন মঞ্জুর করেননি জেলা স্কুল পরিদর্শক। জেলা স্কুল পরিদর্শকের দাখিল করা রিপোর্টে অখুশি আদালত।
আরও পড়ুন: কংগ্রেসকে বাংলায় কটা আসন ছাড়বে তৃণমূল? চমকে ওঠা সংখ্যা, আদৌ রাজি হবে হাত শিবির?
advertisement
৩ সপ্তাহের মধ্যে বনানী ঘোষকে বাড়ির কাছের স্কুলে বদলি করার নির্দেশ। ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
আবেদনকারী শিক্ষিকা বনানী ঘোষের আইনজীবী উজ্জ্বল রায় জানান, ওই শিক্ষিকার সন্তান Duchene Muscular Dystrophy নামের মাংসপেশীর বিরল রোগে আক্রান্ত। যে রোগে ধীরেধীরে মাংসপেশী শিথিল হয়ে পড়ে, ফলে হার্ট এবং ফুসফুসের উপর তা প্রাণঘাতী প্রভাব ফেলে। অথচ স্কুল পরিদর্শকের রিপোর্টে এই বিষয়টিই ঠিক ভাবে উল্লিখিত নয়। যা নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।