প্রসঙ্গত, একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কারণে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় কী প্রতিক্রিয়া দেন, তা নিয়ে স্বভাবতই কৌতূহল ছিল৷ এ দিন হাইকোর্টে নিজের এজলাসে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই প্রসঙ্গটি তোলেন৷ তিনি জানান, কোন নথি এবং রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে, তা তিনি স্বচক্ষে দেখতে চান৷ তিনি নির্দেশ দিয়েছিলেন বাংলায়, তার ঠিক কী অনুবাদ সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছিল, তাও দেখতে চান বিচারপতি৷ এই সমস্ত নথি এবং রিপোর্ট আজ রাত ১২ টার মধ্যে চেয়ে পাঠিয়েছেন বিচারপতি৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, '১২:১৫ পর্যন্ত মাঝরাত পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবো।'
advertisement
বিচারপতি গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে কী বলেছেন, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তা রিপোর্টও হলফনামা আকারে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট৷ সেই রিপোর্টও দেখতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷