TRENDING:

Justice Abhijit Ganguly: 'রাত ১২.১৫ পর্যন্ত অপেক্ষা', সুপ্রিম নির্দেশে কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোন নথি ও তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে নিয়োগ মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছেন, তা স্বচক্ষে দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর জন্য তিনি আজ মাঝরাত পর্যন্ত হাইকোর্টে নিজের চেম্বারে অপেক্ষা করবেন বলেও জানিয়েছেন বিচারপতি। ওই সমস্ত নথি এবং রিপোর্ট তাঁর কাছে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকেও নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
advertisement

প্রসঙ্গত, একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কারণে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়া হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় কী প্রতিক্রিয়া দেন, তা নিয়ে স্বভাবতই কৌতূহল ছিল৷ এ দিন হাইকোর্টে নিজের এজলাসে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই প্রসঙ্গটি তোলেন৷ তিনি জানান, কোন নথি এবং রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে, তা তিনি স্বচক্ষে দেখতে চান৷ তিনি নির্দেশ দিয়েছিলেন বাংলায়, তার ঠিক কী অনুবাদ সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছিল, তাও দেখতে চান বিচারপতি৷ এই সমস্ত নথি এবং রিপোর্ট আজ রাত ১২ টার মধ্যে চেয়ে পাঠিয়েছেন বিচারপতি৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, '১২:১৫ পর্যন্ত মাঝরাত পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবো।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বিচারপতি গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে কী বলেছেন, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তা রিপোর্টও হলফনামা আকারে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট৷ সেই রিপোর্টও দেখতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: 'রাত ১২.১৫ পর্যন্ত অপেক্ষা', সুপ্রিম নির্দেশে কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল