TRENDING:

'মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল', হাইকোর্টে বিরতির ফাঁকে ফুটবল-চর্চায় মাতলেন বিচারপতি

Last Updated:

ঘনিষ্ঠ সূত্রে খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মারাদোনার ভক্ত। খুব ভালবাসেন লাতিন আমেরিকার ফুটবল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেলালেন তিনি মেলালেন৷ গতকালের রাতটা যেন সবাইকে মিলিয়ে দিল ফুটবলের বৃত্তে৷ আর আজ সকালের আলোচনাও সেই একটাই৷ ফুটবল৷ রাত জেগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর পরের দিন বেশ জমিয়ে তা নিয়ে আলোচনাও করলেন তিনি৷ আজ অবশ্য বাঙালির মুখে মুখে শুধুই ফুটবল, তা সে পেশাগত পরিচয় যাই হোক না কেন!
advertisement

"মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল৷ আর্জেন্টিনা না অন্য দেশ কে জিতল সেটা বড় বিষয় নয়।মারাদোনা যখন কোচ ছিলেন, মেসি তখন ছাত্র। অবশ্য মেসি মারাদোনা নন। মারাদোনা হলে একা ১০ জনকে কাটিয়ে গোল দিতে পারতেন মেসি। এমবাপে আবার পেলে নন। স্ক্রিনে স্ক্রল হতে দেখলাম মোস্ট এক্সাইটেড ফাইনাল ম্যাচ। আমরা খেলতে পারি না, তবে খুব ভাল সমর্থক।"  মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

advertisement

আরও পড়ুন- দিল্লি যাওয়া কি রুখতে পারবেন অনুব্রত? আজ কেষ্টর ভাগ্যপরীক্ষা

সোমবার দুপুরে বিরতির সময় বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনায় মাতেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ বাঙালির ফুটবল-সংস্কৃতি তাঁর মুখে। সঙ্গে আক্ষেপ দীর্ঘ দিন সন্তোষ ট্রফি অধরা থাকায়। সুরজিৎ, পি কে, অমল দত্ত জমানার স্মৃতিতেও ডুব দিলেন তিনি।তিনি বলেন, ‘‘মারাদোনা যখন কোচ ছিলেন আর্জেন্টিনার, মেসি তখন ছাত্র। সেই যুগটাই অন্য ছিল।’’ তারপরেই বিচারপতির  কথায়, ‘‘মেসি মারাদোনা নন। এমবাপে আবার পেলে নন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘনিষ্ঠ সূত্রে খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মারাদোনার ভক্ত। খুব ভালবাসেন লাতিন আমেরিকার ফুটবল। ব্রাজিল জিতলে খুশি হন। ১৯৭৭-১৭৭৮ সালে কলকাতার ভেটেরান ক্লাবে খেলতেন। পরিতোষ চক্রবর্তী'র কোচিংয়ে অনুশীলন করতেন। এত কম বয়সে এমবাপের খেলাও তাঁকে মুগ্ধ করেছে৷ তবে তাঁর চোখে সেরা অবশ্য মেসিই৷ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল তো বটেই, তবে তার থেকে বড় বিষয় মেসির হাতে উঠল সেই কাপ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে সেটাই বড় কথা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল', হাইকোর্টে বিরতির ফাঁকে ফুটবল-চর্চায় মাতলেন বিচারপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল