গলায় স্পষ্তই হতাশার সুর থাকলেও, নতুন যে বিচারপতির হাতে এই মামলা যাবে তিনিও যথাযথ ন্যায় বিচার দেবেন বলে তিনি আশা রাখেন৷ যদিও তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'সু্প্রিম কোর্ট যুগ যুগ জিও৷'
আরও পড়ুন: কুণাল ঘোষকে ‘ভবিষ্য়ৎদ্রষ্টা’ বলে উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের, পাল্টা কী বললেন তৃণমূল নেতা?
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এ দিন দুপুরেই অবশ্য তাঁর দেওয়া সাক্ষাৎকারের যে অনুবাদ ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে নিয়োগ মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছেন, তা স্বচক্ষে দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই সমস্ত নথি এবং রিপোর্ট তাঁর কাছে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন বিচারপতি৷ রাত বারোটার মধ্যে এই সমস্ত নথি এবং রিপোর্ট চেয়ে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এর জন্য তিনি আজ মাঝরাত পর্যন্ত হাইকোর্টে নিজের চেম্বারে অপেক্ষা করবেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাতে আবার বিশেষ শুনানি করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।
advertisement
এর পরেই রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতা হাইকোর্টে নিজের চেম্বার থেকে বেরিয়ে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখনই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
আরও পড়ুন: রাতেই সুপ্রিম কোর্টে ফের বিশেষ শুনানি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপরে স্থগিতাদেশ
বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন না বা পালিয়ে যাবেন না। তবে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি তাঁর হাতে থাকবে কি না, সংশয় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি কারও নাম না করেই তিনি বলেন, যে ভাবে একজনের ভবিষ্যদ্বাণী মিলে গেল, তাতে আমি সত্যিই অবাক৷ প্রসঙ্গত এ দিন দুপুরে হাইকোর্টের এজলাসে বসেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে প্রণাম জানিয়েছিলেন বিচারপতি৷ তখন অবশ্য হালকা মেজাজেই এই মন্তব্য করেন তিনি৷ এ দিন রাতেও 'ভবিষ্যদ্বাণী' সংক্রান্ত এই মন্তব্য কুণালের উদ্দেশ্য করেই বলে মনে করা হচ্ছে৷
অন্য কোনও বিচারপতির হাতে গেলেও মামলা ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ না করলেও বিচারপতি বলেন, 'নতুন কোনও বিচারপতির হাতে কতদিনে মামলার নিষ্পত্তি হবে, সে বিষয়ে আমারও কিছু করার নেই, সুপ্রিম কোর্টেরও কিছু করণীয় নেই৷' চাকরিপ্রার্থীদের হতাশ না হওয়ারও পরামর্শ দেন বিচারপতি৷ সবশেষে গাড়িতে ওঠার আগে তিনি বলেন, 'সু্প্রিম কোর্ট যুগ যুগ জিও৷'