TRENDING:

Justice Abhijit Ganguly: 'পি সি সরকার সিনিয়র না জুনিয়র, কার ছোঁয়ায় নম্বর বৃদ্ধি?', প্রশ্ন বিস্মিত বিচারপতির

Last Updated:

ওএমআর শিট বিকৃতি করে যাঁরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, সেই শিক্ষকদের ১৬ ডিসেম্বরের মধ্য়ে বক্তব্য় জানানোর সুযোগ দেয় আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি-র নবম- দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কারচুপি করে চাকরি পাওয়ায় অভিযুক্ত শিক্ষকদেরই আদালতে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। কীভাবে পরীক্ষায় ওএমআর শিটে ৩ নম্বর পাওয়ার পর কোনও কোনও চাকরিপ্রার্থীর নম্বর এসএসসি-র সার্ভারে ৫৩ হয়ে গেল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। বিস্মিত বিচারপতির প্রশ্ন, 'পি সি সরকার সিনিয়র কোন ছোঁয়ায় নাম্বার বৃদ্ধি, এটাই আদালত জানতে চায়।'
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
advertisement

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই হাইকোর্টকে জানিয়েছিল, নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের ওএমআর শিটেই তথ্য় বিকৃতি হয়েছিল। এরকম চল্লিশটি ওএমআর শিট চিহ্নত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশে ওএমআর শিটের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে এসএসসি। ওএমআর শিট বিকৃতি করে যাঁরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, সেই শিক্ষকদের ১৬ ডিসেম্বরের মধ্য়ে বক্তব্য় জানানোর সুযোগ দেয় আদালত।

advertisement

আরও পড়ুন: 'শুভেন্দুর বিরুদ্ধে এখনই এফআইআর নয়', রাজ্যকে জানিয়ে দিল আদালত

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর ১২ জন শিক্ষক তাঁদের ওএমআর শিটের সমর্থনে হাইকোর্টে আবেদন করেন। এই ১২ জনকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। একই সঙ্গে এই ১২ জন শিক্ষককেই তাঁদের ওএমআর শিট বিকৃতি নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০ ডিসেম্বরের মধ্য়ে এই হলফনামা জমা দিতে হবে।

advertisement

সিবিআই তদন্তে উঠে এসেছে, ওএমআর শিটে যে চাকরিপ্রার্থীর প্রাপ্ত নম্বর ছিল ৩, এসএসসি-র সার্ভারে সেই নম্বরই হয়ে গিয়েছে ৫৩। হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'হলফনামায় ১২ জন শিক্ষক তাদের ওএমআর শিট বিকৃতি নিয়ে তথ্য দেবেন। তাঁরা রচনা, উপন্যাসও লিখতে পারেন তাঁদের সমর্থনে। অতিরিক্ত হলফনামা দেওয়ার কোনও সুযোগ দেবে না আদালত।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারহাটিতে জন্ডিসের বিস্তার, আক্রান্ত একাধিক! মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর
আরও দেখুন

সিবিআই আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করে, এই চল্লিশটি ওএমআর শিটে কারচুপি করে এসএসসি-র সার্ভারে নম্বর বাড়িয়ে দিয়ে চাকরির সুপারিশ করা হয়। এসএসসিও স্বীকার করে নেয় যে ওই চল্লিশ জন চাকরিপ্রার্থীর জন্য় চাকরির সুপারিশ করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশেই এই চল্লিশটি ওএমআর শিটের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: 'পি সি সরকার সিনিয়র না জুনিয়র, কার ছোঁয়ায় নম্বর বৃদ্ধি?', প্রশ্ন বিস্মিত বিচারপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল