বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপে কেন উদ্যোগী নয় পুরসভা, তা জানতে চায় হাইকোর্ট। আগামিকাল সকাল সাড়ে দশটায় হাইকোর্টে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়কে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: ‘সিপিএম নরকঙ্কাল নিয়ে খেলা করত!’ জয়নগর খুন নিয়ে বিস্ফোরক মমতা, যা বললেন…
অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে পৌরসভার নির্দিষ্ট প্ল্যান পাস না করেই সাড়ে তিন তলায় নির্মাণ করা হয়েছে। গত চার বছর ধরে এই নির্মাণ করা হলেও বারংবার অভিযোগ জানানো সত্বেও কোন হেলদোল নেই দক্ষিণ দমদম পুরসভা কর্তৃপক্ষের বলেও অভিযোগ। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাও দায়ের হয়।
advertisement
আরও পড়ুন: ‘পার্থ, কেষ্ট, মাণিক, বালু…’ মুখ খুলেই চরম ‘হুঙ্কার’ মমতার! কী বললেন জ্বালাময়ী বার্তায়?
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আজ মামলার শুনানিতে কেন পুরসভা চার বছর ধরে নির্বিকার এ কথা বারবার জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুরসভার আইনজীবী এই বিষয়ে সঠিক উত্তর দিতে না পারায় আগামীকাল দক্ষিণ দমদমের পুরপ্রধানকে সকাল সাড়ে দশটায় তোলোক করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।