TRENDING:

Justice Abhijit Gangopadhyay: যাঁরা দুর্নীতি করে ঢুকেছেন, প্রত্যেকের চাকরি যাবে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে কোনওরকম আপোস তিনি করবেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়ম বহির্ভূত ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের চাকরি যাবে৷ এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার একটি বাংলা নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement

এসএসসি সহ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর নির্দেশের সূত্রেই তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্যদের মতো সরকারি পদে থাকা প্রাক্তন ও বর্তমান শীর্ষ কর্তারা৷ চাকরি খুইয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী৷

advertisement

আরও পড়ুন: 'আমি বিশ্বাস করি না, নরেন্দ্র মোদি করেছেন...', রাজ্যে ইডি-সিবিআই দাপাদাপির নেপথ্যে আসল ভিলেন কারা? চিহ্নিত করলেন মমতা

তবে তিনি যে এখানেই থেমে থাকবেন না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতিকে প্রশ্ন করা হয়, রাজ্য সরকার আশ্বাস দিচ্ছে যে কারও চাকরি যাবে না৷ জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'অত্যন্ত ভুল কথা বলা হচ্ছে৷ যাঁরা দুর্নীতি করে ঢুকেছে, ধরতে পারলেই প্রত্যেকের চাকরি যাবে৷ ফলে যাঁরা বেনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন, তাঁরা যেন একেবারেই নিশ্চিন্ত না থাকেন৷'

advertisement

বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে কোনওরকম আপোস তিনি করবেন না৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বড়সড় বেনিয়ম হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত হয়েই পরের পর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, 'মুড়ি মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিবিআই তদন্তেও যদি ঢিলেমি দেখেন, তাও তিনি বরদাস্ত করবেন না৷ বিচারপতি বলেন, 'শিক্ষকরা তো মানুষ তৈরি করেন৷ যাঁরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাঁরা তো ছাত্রদের টুকতে শেখাবেন৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Gangopadhyay: যাঁরা দুর্নীতি করে ঢুকেছেন, প্রত্যেকের চাকরি যাবে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল