শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় পরামর্শ দিয়ে বলেন, রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন। চেষ্টা করে দেখুন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ বিষয়ে প্রশ্ন করলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোনও মন্তব্য করেননি৷ বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ সুপ্রিম কোর্টই সিআইডি-কে কোনওরকম চাপে প্রভাবিত না হয়ে মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল৷ এ প্রসঙ্গেও বিচারপতি গঙ্গোপাধ্যায় এ দিন মন্তব্য করেন, সুপ্রিম কোর্ট তো সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেয়। সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি একই রকম ভাবে মেনে চলে?
advertisement
আরও পড়ুন: হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকিরপ্রার্থীদের বিক্ষোভ, হতচকিত পুলিশ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সম্পত্তি সংক্রান্ত বিবাদ দিয়ে একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে দু বার ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিআইডি৷ যদিও তদন্ত এবং জিজ্ঞাসাবাদের নামে সিআইডি আসলে তাঁকে হেনস্থা করছে বলে ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন প্রতাপচন্দ্র দে৷
তবে দু বার হাজিরা দিলেও সিআইডি-র তলব সত্ত্বেও তৃতীয় হাজিরা এড়িয়েছেন প্রতাপচন্দ্র দে৷ উল্টে জিজ্ঞাসাবাদের নাম সিআইডি মানসিক হেনস্থা করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করে সিআইডি-কে আইনি চিঠি পাঠিয়েছেন প্রতাপচন্দ্র দে৷ সিআইডি-র অতিসক্রিয়তার বিরুদ্ধে আইন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷