কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ভুলে এ দিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিবিআই বিশেষ আদালতের বিচারক৷ সিবিআই-এর এই ভুলকে অবিবেচকের মতো আচরণ বলেও মন্তব্য করেন ক্ষুব্ধ বিচারক৷ মিন্টা দাস এবং আরতি মল্লিক আলাদা দু জন মহিলা হলেও সিবিআই কী করে দু বার ভুল করে দ্বিতীয় জনকে নোটিস পাঠালো, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
advertisement
মঙ্গলবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে আরতির আইনজীবী ইয়াসিন রহমান অভিযোগ করেন, আরতিকে সমন দেওয়া হয়েছে, তাঁর আঙুলের ছাপ নিয়েছে সিবিআই। কিন্তু এই মামলায় আরতির কোনও যোগ নেই৷
এই অভিযোগ শোনার পরই সিবিআই-এর তদন্তকারী অফিসারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক৷ আগামী ২২ অগাস্ট আদালতে মিন্টা দাস নিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআই-কে নির্দেশ দেন তিনি৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 8:41 PM IST