২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বিজেপি সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন অমিত শাহ। তাঁর জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে আসেন জগৎ প্রকাশ নাড্ডা। তখন সাময়িকভাবে তাঁকে পদে আনা হলেও ২০২০ সালে দলের তরফে ঘোষণা করা হয়, আগামী ৫ বছর নাড্ডাই এই দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন: বিশ্বের দ্রুততম জাদুকর এই বাঙালি! নিজের মৃত্যুও বুঝে গিয়েছিলেন? সদ্যই ‘ভ্যানিশ’ হয়ে গেলেন!
advertisement
বিজেপি সূত্রের খবর, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের ভোটে বিজেপি ভাল ফল করেছে বলে মত মোদি- শাহর। তাই এবার নাড্ডার নেতৃত্বেই চব্বিশের লোকসভা নির্বাচনেও লড়ার সিদ্ধান্ত নিল বিজেপির শীর্ষ মহল বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। চব্বিশের লোকসভা নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত নাড্ডার ওপরেই ভরসা রাখল গেরুয়া শিবির।
আরও পড়ুন: বলুন তো, ভারতের কোন শহরে থাকা-খাওয়ার খরচ সবচেয়ে বেশি? নামটা শুনে আশ্চর্য হতেই হবে
২৪-এর জানুয়ারি পর্যন্ত নাড্ডার মেয়াদ ছিল। কিন্তু এখনও পর্যন্ত তিনি বিভিন্ন সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। আজ ঘোষণা করা হল ২০২৪ এর জুন মাস পর্যন্ত নাড্ডাই বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকবেন। জুন মাসের পর জে পি নাড্ডাই বিজেপি সর্বভারতীয় সভাপতি থাকেন নাকি অন্য কাউকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয় তার উত্তর দেবে সময়ই।