Knowledge Story: বিশ্বের দ্রুততম জাদুকর এই বাঙালি! নিজের মৃত্যুও বুঝে গিয়েছিলেন? সদ্যই 'ভ্যানিশ' হয়ে গেলেন!

Last Updated:
Knowledge Story: মৃত্যু হল সেই জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
1/6
জাদুর দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র সুবীর সরকার। গত রবিবার সন্ধে ৬টা ৩৮মিনিটে প্রয়াত হন তিনি। আর 'গিলি গিলি ছু'তে...সত্যিই ভ্যানিশ হবে না। মৃত্যু হল সেই জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
জাদুর দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র সুবীর সরকার। গত রবিবার সন্ধে ৬টা ৩৮মিনিটে প্রয়াত হন তিনি। আর 'গিলি গিলি ছু'তে...সত্যিই ভ্যানিশ হবে না। মৃত্যু হল সেই জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
advertisement
2/6
বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কন্যা শান্তালি সরকার। লেক গার্ডেন্সের বাড়িতেই মারা যান 'রত্ন শিরোমণি' পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার। জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন তিনি।
বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কন্যা শান্তালি সরকার। লেক গার্ডেন্সের বাড়িতেই মারা যান 'রত্ন শিরোমণি' পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার। জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন তিনি।
advertisement
3/6
তাঁর কন্যা শান্তালি জানান, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মেনকা গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তাঁর ম্যাজিকের প্রশংসা করেছেন। একসময় দিল্লির রাস্তাতে চোখ বন্ধ করে স্কুটার চালাতেন। দিল্লির রাস্তায় আরও নানা চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন তিনি।
তাঁর কন্যা শান্তালি জানান, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মেনকা গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তাঁর ম্যাজিকের প্রশংসা করেছেন। একসময় দিল্লির রাস্তাতে চোখ বন্ধ করে স্কুটার চালাতেন। দিল্লির রাস্তায় আরও নানা চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন তিনি।
advertisement
4/6
শান্তালি জানান, "বাবা চিরকালই প্রচারবিমুখ ছিলেন। বাবাকে দিল্লির শশী কাপুর বলা হত এক সময়। মহাজাতি সদনে ১৯৮১-৮২ সালে বাবার শো দেখতে উপচে পড়ত ভিড়। ব্ল্যাক হত টিকিট। বয়সের কারণে বছর দশেক আগে থেকেই ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছিলেন বাবা।"
শান্তালি জানান, "বাবা চিরকালই প্রচারবিমুখ ছিলেন। বাবাকে দিল্লির শশী কাপুর বলা হত এক সময়। মহাজাতি সদনে ১৯৮১-৮২ সালে বাবার শো দেখতে উপচে পড়ত ভিড়। ব্ল্যাক হত টিকিট। বয়সের কারণে বছর দশেক আগে থেকেই ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছিলেন বাবা।"
advertisement
5/6
তিনি আরও বলেন, "বাবা কয়েকদিন আগে থেকেই বলছিলেন আমি আর বেশিদিন নেই। বলেছিলেন ২২ তারিখের পর আমি আর থাকব না। আর সেটাই হল। বাবা আর নেই। ম্যাজিশিয়ান ছিলেন। তাই কি বুঝতে পেরেছিলেন? জানি না।..."
তিনি আরও বলেন, "বাবা কয়েকদিন আগে থেকেই বলছিলেন আমি আর বেশিদিন নেই। বলেছিলেন ২২ তারিখের পর আমি আর থাকব না। আর সেটাই হল। বাবা আর নেই। ম্যাজিশিয়ান ছিলেন। তাই কি বুঝতে পেরেছিলেন? জানি না।..."
advertisement
6/6
প্রসঙ্গত, সুবীর সরকারকে বলা হত 'ওয়ার্ল্ড ফাস্টেস্ট ম্যাজিশিয়ান'। 'উঠতা হুয়া সূরজ' নামেও ডাকা হত তাঁকে। কলকাতা-সহ হালিশহর, ভদ্রেশ্বর, নবদ্বীপ, চুঁচুড়া, জলপাইগুড়ি, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় ম্যাজিক শো দেখাতেন তিনি। এমনকী দেশের বাইরে থাইল্যান্ড, জাপান, হল্যান্ডেও তিনি ম্যাজিক শো করেছেন তিনি ৷
প্রসঙ্গত, সুবীর সরকারকে বলা হত 'ওয়ার্ল্ড ফাস্টেস্ট ম্যাজিশিয়ান'। 'উঠতা হুয়া সূরজ' নামেও ডাকা হত তাঁকে। কলকাতা-সহ হালিশহর, ভদ্রেশ্বর, নবদ্বীপ, চুঁচুড়া, জলপাইগুড়ি, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় ম্যাজিক শো দেখাতেন তিনি। এমনকী দেশের বাইরে থাইল্যান্ড, জাপান, হল্যান্ডেও তিনি ম্যাজিক শো করেছেন তিনি ৷
advertisement
advertisement
advertisement