TRENDING:

Jp Nadda: ছক কষেই বাংলায় জেপি নাড্ডা, পঞ্চায়েতের আগে ঘর গোছাতে 'স্পেশ্যাল' টোটকা

Last Updated:

Jp Nadda: বুধবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ, বৃহস্পতিবার নদিয়া জেলায় পা রেখেই তিনি প্রথমে যাবেন ইসকন মন্দিরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নদিয়া: জেপি নাড্ডা কলকাতায় পা রাখতেই তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হল বঙ্গ বিজেপির তরফ থেকে। উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে দলের সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদবৃদ্ধির পর নাড্ডা প্রথম দিল্লি ছেড়ে বেরোলেন।
কলকাতায় জেপি নাড্ডা
কলকাতায় জেপি নাড্ডা
advertisement

গন্তব্য, বাংলা। বুধবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ, বৃহস্পতিবার নদিয়া জেলায় পা রেখেই তিনি প্রথমে যাবেন ইসকন মন্দিরে। পুজো দেবেন। সন্ন্যাসীদের সঙ্গে দেখাও করবেন। এরপর সেখান থেকে সোজা তিনি চলে আসবেন বেথুয়াডহরি রেল স্টেশন সংলগ্ন ময়দানে। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন নাড্ডা।

আরও পড়ুন: 'এই মাংস খাওয়ানোর কথা হয়নি', মমতাকে তোপ দিলীপ ঘোষের! ব্যাপার কী?

advertisement

আজ রাজনৈতিক কর্মসূচির দ্বিতীয় কর্মসূচি সাংগঠনিক বৈঠক। বিজেপি সাংগঠনিক জেলা নদিয়া উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা। তার আগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির।

advertisement

আরও পড়ুন: 'আমরা আর কোনও রাস্তা পাইনি', মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি নিয়ে উত্তাল রাজধানী!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নদীয়ার আজকের সভা থেকে নাগরিকত্ব আইন নিয়ে কোনও বার্তা দেন কিনা জেপি নাড্ডা সেদিকে যেমন নজর রয়েছে রাজনৈতিক মহলের, পাশাপাশি সাংগঠনিক বৈঠকে পদ্ম শিবিরের ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কড়া বার্তা দিতে পারেন নাড্ডা বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jp Nadda: ছক কষেই বাংলায় জেপি নাড্ডা, পঞ্চায়েতের আগে ঘর গোছাতে 'স্পেশ্যাল' টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল