TRENDING:

JP Nadda: আগামিকাল রাজ্যে আসছেন জে পি নাড্ডা, ‘পঞ্চায়েত রাজ’-সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Last Updated:

ঠাসা কর্মসূচি নিয়ে আগামিকাল, শুক্রবার রাত ৯টায় কলকাতায় আসছেন জে পি নাড্ডা। রবিবার রাতে আবার তিনি ফিরে যাবেন দিল্লি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- চূড়ান্ত হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বঙ্গ সফরসূচি। ঠাসা কর্মসূচি নিয়ে আগামিকাল, শুক্রবার রাত ৯টায় কলকাতায় আসছেন জে পি নাড্ডা। রবিবার রাতে আবার তিনি ফিরে যাবেন দিল্লি।
শুক্রবার রাজ্যে আসছেন জে পি নাড্ডা
শুক্রবার রাজ্যে আসছেন জে পি নাড্ডা
advertisement

শনিবার ও রবিবার দলের পঞ্চায়েতি রাজ পূর্বাঞ্চলীয় সম্মেলনে অংশ নেবেন নাড্ডা। কলকাতার নিউটাউনের হোটেলে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক-সহ তাঁর সফরসূচিতে পঞ্চায়েত ভোটে বিজেপির যারা প্রার্থী হয়েছিলেন তাঁদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে জেপি নাড্ডার। পঞ্চায়েত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সমস্ত জয়ী এবং পরাজিত প্রার্থীদেরও সম্বর্ধনা জ্ঞাপন করবেন দলের সর্বভারতীয় সভাপতি।

advertisement

আরও পড়ুন– ইডেনের ড্রেসিংরুমে আগুন ! দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় দলের ‘আক্রান্ত’ ও তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ-সহ সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সভা করারও কথা রয়েছে নাড্ডার। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শনিবার সকালে সাংসদ, বিধায়কদের সঙ্গে আলাদা বৈঠক করবেন নাড্ডা। এদিনই রাতে দলের বিধায়ক সাংসদ-সহ দলীয় নেতৃত্বের সঙ্গেও লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক করারও কথা রয়েছে জেপি নাড্ডার। এছাড়াও দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নাড্ডার ঠাসা বঙ্গ সফরসূচিতে হাওড়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে।

advertisement

আরও পড়ুন– ৩৩ বছরে ৪০ কোটি সঞ্চয়! তরুণ চিকিৎসকের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের

বিজেপি-র সল্টলেক অফিসেও যাবেন। সেখানে দলের বিভিন্ন পদাধিকারীদের সঙ্গেও বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। শনিবার রাতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে লোকসভা ভোটের বিশেষ প্রস্তুতি বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলে খবর। এদিনই সকালে দলের সাংসদ বিধায়কদের নিয়ে আলাদা করে বৈঠকে বসবেন জেপি নাড্ডা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে নাড্ডার সাংগঠনিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে দলের পঞ্চায়েতি রাজ সম্মেলন-সহ বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে কোন পথে এগোতে হবে, সাংগঠনিক বৈঠকে তারই দিশা দেখাবেন নাড্ডা বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। জে পি নাড্ডার সফরসূচিতে হাওড়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে আসলে বাংলা ও বাঙালি আবেগকেই ছুঁতে চাইছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব বলেই মত রাজনৈতিক মহলের। অন্যদিকে জনসংযোগের লক্ষ্যে ‘আমার মাটি আমার দেশ’-সহ একাধিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা জে পি নাড্ডার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেহেতু জে পি নাড্ডার এই সফর, তাই হাওড়ায় একটি কর্মসূচিতে শনিবার সাধারণ মানুষের হাতে তিরঙ্গা পতাকা তুলে দেওয়ার কথাও রয়েছে তাঁর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
JP Nadda: আগামিকাল রাজ্যে আসছেন জে পি নাড্ডা, ‘পঞ্চায়েত রাজ’-সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল