Eden Gardens Fire: ইডেনের ড্রেসিংরুমে আগুন ! দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Eden Gardens Dressing Room Fire: আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ইডেনের ড্রেসিংরুমে ৷ ড্রেসিংরুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷
কলকাতা: হাতে সময় আর মাত্র কয়েকটা মাস। বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে ইডেন গার্ডেন্স। কিন্তু এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা ৷ ইডেনের ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বুধবার রাতে ৷ সিএবি সূত্রে খবর, রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগে ৷ খবর পেয়ে সঠিক সময় দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে ৷ দমকলবাহিনীর তৎপরতাতেই এদিন বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ইডেনের ড্রেসিং রুম ৷
আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ইডেনের ড্রেসিংরুমে ৷ ড্রেসিংরুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ দমকলবাহিনীর প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ৷ গোটা ইডেনের বিদ্যুৎ সংযোগ বেশ কিছুটা সময় বিচ্ছিন্ন করে রাখা হয় ৷
advertisement
advertisement
এবারের বিশ্বকাপের ৫টি ম্যাচ ইডেনে আয়োজিত হওয়ার কথা রয়েছে ৷ কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচের দিনও বদল করা হয়েছে ৷ এর আগে কালীপুজোর দিন ম্যাচ পড়ায় যথারীতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এবার ১২ নভেম্বরের পরিবর্তে ইডেনে ওই ম্যাচ হবে একদিন আগে, অর্থাৎ ১১ নভেম্বর ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 6:44 AM IST