Viral News: ৩৩ বছরে ৪০ কোটি সঞ্চয়! তরুণ চিকিৎসকের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের

Last Updated:

সম্প্রতি ইন্টারনেটে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি কীভাবে অবসরের সময় কোটি কোটি টাকা পেতে পারেন, তার হিসেব কষেছেন।

৩৩ বছরে ৪০ কোটি সঞ্চয়! তরুণ চিকিৎসকের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের
৩৩ বছরে ৪০ কোটি সঞ্চয়! তরুণ চিকিৎসকের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের
উপার্জন এবং সঞ্চয়- এই দুইয়ের উপরই নির্ভর করে মানুষ কতটা ভাল থাকতে পারবে। এই বিষয়ে সারাজীবন নানা পরিকল্পনা করে যায় মানুষ। সম্প্রতি ইন্টারনেটে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি কীভাবে অবসরের সময় কোটি কোটি টাকা পেতে পারেন, তার হিসেব কষেছেন।
ওই ব্যক্তি তাঁর আগামীর পরিকল্পনা করার সময় কোনও বিষয়ই বাদ রাখেননি। মুদ্রাস্ফীতির হার কত হতে পারে, এমনকী তিনি নিজে কতদিন বাঁচবেন তারও একটা আনুমানিক ক্ষণ স্থির করে রেখেছেন।
ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাঁর নোটবুকের একটি পৃষ্ঠার ছবি। সেখানে অবসর পরিকল্পনার সমস্ত বিবরণ দেখা যায়৷ ওই পাতার একটি শিরোনামও রয়েছে— ৩২ বছরের এক চিকিৎসকের অবসরকালীন সঞ্চয়।
advertisement
advertisement
গুরুত্ব অনুযায়ী সমস্ত লেখা কোথাও হলুদ এবং কোথাও কমলা রঙ দিয়ে চিহ্নিত করা। এই মানুষটির বয়স বর্তমানে ৩২ বছর। অবসরের বয়স ৬৫ এবং আয়ু ৯০ বছর ধরেই গণনা এগিয়ে নিয়ে গিয়েছেন। অবসরের সময় ৪০ কোটি টাকার একটি সঞ্চয় থাকবে, এই লক্ষ্যে এগিয়েছেন তিনি।
advertisement
এই পরিকল্পনায় বার্ষিক ব্যয়, সুদ, বার্ষিক রিটার্নের হার এবং ভবিষ্যতের আয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি- সবই ধরে নেওয়া হয়েছে।
একেবারে শেষে তারকাচিহ্ন দিয়ে একটি নোটও লেখা রয়েছে- ‘এটি একটি বাস্তব ঘটনা, যা আমি গতকাল অনুভব করেছি।’
এই ছবিটি Reddit-এ শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেউ এই অবসরের পরিকল্পনার ধাঁধার সমাধান করুন।’ পোস্টটি ৬৩২ আপভোট পেয়েছে। অনেকে নানা রকম মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, ‘এদিকে আমি ৪০ বছর বয়সে এক কোটি টাকা পাওয়ার আশায় বসে আছি।’
advertisement
অন্য এক ব্যবহারকারী বলেছেন, ‘আয়ুষ্কাল ৯০ বছর। আপনি তো দারুণ সাহসী, ভাবেন ৭০ পেরিয়ে যাবেন।’
আবার একজন মন্তব্য করেছেন, চিকিৎসকদের কোনও অবসরের বয়স নেই। হ্যাঁ, সরকারি পরিষেবা থেকে অবসর নেওয়া বা কম অস্ত্রোপচার করা যায় হয়তো। কিন্তু চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার এবং ওপিডিতে বেশি কাজ পান অভিজ্ঞতা বাড়লে। তিনি লিখেছেন, খুব কম চিকিৎসকই ৯০ বছর বাঁচতে পারেন। কারণ তাঁদের মানসিক চাপ ও কর্মব্যস্ততা তাঁদের অসুস্থ করে ফেলে। তাই চিকিৎসকদের জন্য মেয়াদি বিমা আবশ্যক। যাতে মৃত্যুর পর পরিবার অন্তত ৩-৫ কোটি টাকা পায়!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৩৩ বছরে ৪০ কোটি সঞ্চয়! তরুণ চিকিৎসকের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement