শনিবার অধিবেশনে বক্তব্য রাখার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন,’ বাংলা দখল আর বেশি দেরি নয়, তৈরি হয়ে যান। বাংলা এবার বিজেপির হবেই।’ নাড্ডা আরও বলেন,’ পশ্চিমবঙ্গে আমাদের প্রাপ্ত ভোটের শতাংশ এক সময় ১০% ছিল। এখন সেটা বেড়ে হয়েছে ৩৮.৫%। পশ্চিমবঙ্গে আমাদের বিধায়ক সংখ্যা তিন থেকে বেড়ে ৭৭ হয়েছে। আগামী লোকসভা ভোটেও বাংলা থেকে আমরা ভাল ফল করব।’
advertisement
নিজের বক্তব্য রাখার সময় এদিন বাংলায় বুথ আরও শক্তিশালী করার বার্তা দেন নাড্ডা। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে ফের বাংলা দখলের প্রসঙ্গ সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক শিবির বলছে,’ এর আগেও গত বিধানসভা নির্বাচনে ‘ইস বার দোশো পার’ এর স্লোগান দিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল গেরুয়া শিবিরের। বাংলা দখলের স্বপ্ন ওদের কাছে আগামী দিনেও স্বপ্ন হয়েই থেকে যাবে।’ শনিবার থেকে দিল্লিতে শুরু হওয়া বিজেপির দুদিনের রাষ্ট্রীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহর পাশাপাশি গোটা দেশের ১১৫০০ জন দলীয় প্রতিনিধি অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের বিধায়ক সাংসদ সহ অন্যান্য কয়েকশো পদাধিকারীরাও এই অধিবেশনে যোগ দিয়েছেন।
আরও পড়ুন- মা হচ্ছেন না অনুষ্কা শর্মা! তা হলে সব খবর ‘ভুল’! ভাইরাল ‘এই’ ঘটনায় সব ওলটপালট
আজ, রবিবার অধিবেশনের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের মাধ্যমে শেষ হবে গেরুয়া শিবিরের এই রাষ্ট্রীয় অধিবেশন। চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অধিবেশন থেকে নরেন্দ্র মোদী কী বার্তা দেন সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।