TRENDING:

Joka Taratala Metro: শুরু হল ট্রায়াল, জোকা থেকে তারাতলা মেট্রো চালু কবে থেকে? দুরন্ত খবর দিল মেট্রোরেল

Last Updated:

Joka Taratala Metro: জোকা থেকে তারাতলা এসি মেট্রো রেক চালিয়ে ট্রায়াল করা হল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন বছরের শুরুতেই যাত্রীদের উপহার দিতে চলেছে মেট্রোরেল। জোকা থেকে তারাতলা রুটে চালু হবে ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন এই প্রকল্পের। শনিবার মেট্রো রেলের আধিকারিকদের সাথে এসে জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শনের পরে জানালেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। তিনি জানান, জোকা-তারাতলা রুটে মেট্রো চালু হবে চলতি বছরেই। ডিসেম্বরেই নতুন রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নিউ গড়িয়া থেকে রুবি রুটের কাজও দ্রুত শেষ করার কথা জানান তিনি।
চালু হয়ে যাবে মেট্রো?
চালু হয়ে যাবে মেট্রো?
advertisement

মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের শেষ দিন থেকেই চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়।মেট্রো সূত্রে দাবি, এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর।নন-এসি রেক দিয়ে ট্রায়াল হওয়া পর, সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়।

advertisement

আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের

মেট্রো সূত্রে দাবি,  বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি বাঁকের গতি বুঝে নেওয়া হচ্ছে।চলতি বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্র। মেট্রো সূত্রে খবর, তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল। জোকা-তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস হয়েছিল প্রকল্পের।

advertisement

আরও পড়ুন: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চলবে। এই রুটে ফিরতে পারে পুরনো কাগজের টিকিট এবং পুরনো গেট। কর্মী সংখ্যার ঘাটতির কথাও ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে, পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka Taratala Metro: শুরু হল ট্রায়াল, জোকা থেকে তারাতলা মেট্রো চালু কবে থেকে? দুরন্ত খবর দিল মেট্রোরেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল