মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের শেষ দিন থেকেই চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়।মেট্রো সূত্রে দাবি, এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর।নন-এসি রেক দিয়ে ট্রায়াল হওয়া পর, সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়।
advertisement
আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের
মেট্রো সূত্রে দাবি, বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি বাঁকের গতি বুঝে নেওয়া হচ্ছে।চলতি বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্র। মেট্রো সূত্রে খবর, তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল। জোকা-তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস হয়েছিল প্রকল্পের।
আরও পড়ুন: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!
এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চলবে। এই রুটে ফিরতে পারে পুরনো কাগজের টিকিট এবং পুরনো গেট। কর্মী সংখ্যার ঘাটতির কথাও ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে, পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ।