অন্যদিকে, এবার সুন্দরবন এলাকায় বন্যা প্রতিরোধে নয়া প্রকল্প। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় নতুন প্রকল্প তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ‘লোয়ার সুন্দরবন টেকসই সমুদ্র সম্পদ এবং অর্থনীতি প্রোগ্রাম’ নামক একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাঁধ সহ একাধিক প্রকল্প তৈরি করে সুন্দরবন এলাকায় বন্যা প্রতিরোধ করা হবে। ইতিমধ্যেই আর্থিক সহযোগিতায় রাজি হয়েছে বিশ্ব ব্যাঙ্ক। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ৮০০ ভরি! জেলে থাকতেই ফের বিপদে অনুব্রত মণ্ডল? তোলপাড় বোলপুর! কী এমন ঘটল?
লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিল রাজ্য সরকার। এবার থেকে পরিযায়ী শ্রমিকরাও পাবেন স্বাস্থ্যসাথী স্কিমের সুবিধা। এই মর্মে সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য বোর্ড গঠন করেছে নবান্ন। তাদের নামের তালিকা ও সম্প্রতি দুয়ারে সরকার কর্মসূচিতে নথিবদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের প্রথম তো কলকাতা, বিশ্বের প্রথম কোথায় চালু হয় মেট্রো জানেন? শুনলে অবাক হবেন
এদিকে, ২০২৪-এর লোকসভার আগে নজরে আদিবাসী ভোটব্যাঙ্ক। আদিবাসীদের জন্য পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। ইতিমধ্যেই আদিবাসীদের নিয়ে গত মাসেই বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বোর্ডকে করেছেন আর্থিক বরাদ্দ। এবার আদিবাসীদের জন্য ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করবে রাজ্য।