Anubrata Mondal News: ৮০০ ভরি! জেলে থাকতেই ফের বিপদে অনুব্রত মণ্ডল? তোলপাড় বোলপুর! কী এমন ঘটল?

Last Updated:

Anubrata Mondal News: বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পুজো হওয়া কালী মূর্তির ৫৭০ ভরি গয়না ছিল বলে জানা যায়।

বিপাকে অনুব্রত মণ্ডল
বিপাকে অনুব্রত মণ্ডল
বোলপুর: বোলপুর ইউনিয়ন ব্যাংকে ইডি হানা। গরু পাচার কাণ্ডের তদন্তে বোলপুরের তৃণমূল কার্যালয়ের হিসাব সংক্রান্ত বিষয়ে জানতেই ব্যাংকে আসা ইডির। ইডি সূত্রে খবর, বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে তৈরি করা হয়েছে বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয়। তার হিসাব নিতেই এবং ওই তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের প্রায় ৮০০ ভরি গয়নার হিসাব নিতেই ইডি হানা বলে জানা গিয়েছে। অনুব্রত মণ্ডলের বাড়ি যে ওয়ার্ডে অর্থাৎ নিচুপট্টি এলাকার কালিকাপুর ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায়কে নিয়ে ব্যাঙ্কে হানা দেয় ইডি।
প্রসঙ্গত, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পুজো হওয়া কালী মূর্তির ৫৭০ ভরি গয়না ছিল বলে জানা যায়। অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করার পরই ২০২২ সালের কালীপুজোয় দেখা গিয়েছিল নামমাত্র গয়না পরানো হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ের কালী প্রতিমাকে। অনেকেই বলেছিলেন, অনুব্রতর বাড়ির শ্যামাপুজোর জৌলুস কমে গিয়েছে অনেকটাই। কালীর প্রতিমাকে সোনার বদলে ইমিটেশনের গয়না পরানো হয়েছিল বলে খবর।
advertisement
advertisement
অনুব্রত মণ্ডল নিজে হাতে কালী মূর্তির সামনে বসে গয়না পরাতেন। কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই গয়নার পরিমাণ কমে দাঁড়িয়েছিল। এই গয়না নিয়ে যদিও তৃণমূলের পক্ষ থেকে কখনই কিছু বলা হয়নি।
advertisement
প্রতিবছর ধুমধাম করে কালীপুজো করে থাকেন অনুব্রত মণ্ডল। তার এই কালীপুজোর সবচেয়ে বড় আকর্ষণ হল প্রতিমার গয়না। প্রতিবছর গুণিতক আকারে এই গয়নার পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যায়। ২০২০ সালের কালীপুজোর সময় অনুব্রত মণ্ডলের কালী প্রতিমার গায়ে যে সোনার অলংকার ছিল তার পরিমাণ ছিল ৩৬০-৩৭০ ভরি। পরের বছর অর্থাৎ ২০২১ সালে সেই অলংকারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৬০-৫৭০ ভরি। এই অলংকারের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকার বেশি। কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের নজরে পড়ে অনুব্রত মণ্ডলের আরাধ্যদেবী কালীর জন্য বানানো গয়নাও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal News: ৮০০ ভরি! জেলে থাকতেই ফের বিপদে অনুব্রত মণ্ডল? তোলপাড় বোলপুর! কী এমন ঘটল?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement