Metro Rail: ভারতের প্রথম তো কলকাতা, বিশ্বের প্রথম কোথায় চালু হয় মেট্রো জানেন? শুনলে অবাক হবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Metro Rail: গঙ্গার তলার মেট্রো চলাচল শুরু করে ফের ইতিহাসে নাম লিখিয়ে ফেলল কলকাতা। ভারতের প্রথম কলকাতাতেই চালু হয়েছিল মেট্রো।
advertisement
advertisement
কিন্তু জানেন কি, বিশ্বের মধ্যে প্রথম কোথায় চালু হয়েছিল মেট্রো? শুনলে অবাক হয়ে যাবেন, বিশ্বের প্রথম মেট্রো চালু হয়েছিল লন্ডনে। যুক্তরাজ্যের লন্ডন আন্ডারগ্রাউন্ড মূলত ১৮৬৩ সালে ইঞ্জিনচালিত ট্রেনের জন্য চালু হয়েছিল। ১৮৯০ সালে এটি বিশ্বের প্রথম মেট্রোরেল হয়ে ওঠে যখন ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক লাইনের ট্রেন মাটির নিচ দিয়ে চলা শুরু করে।
advertisement
advertisement
লন্ডনের মেট্রোরেল প্রতিদিন প্রায় ৫০ লাখ যাত্রী পরিবহন করে। সর্বোচ্চ ৫৪০টি ট্রিপ দেয় এক দিনে। ট্র্যাক ও বগির সংখ্যা দফায় দফায় বাড়ানো হলেও নেটওয়ার্কজুড়ে এখনো অতিরিক্ত ভিড় লেগেই থাকে। লন্ডনের মাটির নিচের মেট্রোরেল ২০০৭ সাল থেকে ট্রান্সপোর্ট ফর লন্ডন সাবসিডিয়ারি লন্ডন আন্ডারগ্রাউন্ড লিমিটেডের মালিকানায় চলছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বিশ্বের দীর্ঘতম মেট্রোর প্রথম দুইটিই চিনে। সবচেয়ে দীর্ঘ মেট্রো নেটওয়ার্ক সাংহাইয়ে, যার দৈর্ঘ্য ৮০৩ কিলোমিটার। দ্বিতীয় দীর্ঘতম রুট বেইজিংয়ে। দৈর্ঘ্য ৬৭৮.২ কিলোমিটার। নিউইয়র্ক সিটি সাবওয়েতে আছে ৪৭২টি স্টেশন, মেট্রো সিস্টেমে এটিই সবচেয়ে বেশি স্টেশন হিসেবে আছে। আর সবচেয়ে বেশি মেট্রো সিস্টেমের দেশ চিন। এখানে আছে ৪৫টি মেট্রো সিস্টেম। এশিয়ায় প্রথম মেট্রো চালু হয় ১৯২৭ সালে, জাপানে।