TRENDING:

Jitendra Tiwari arrest: দিল্লিতে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, কম্বল বিতরণ মামলায় ধৃত বিজেপি নেতা

Last Updated:

পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ দিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: কম্বল বিতরণ ঘটনায়, দিল্লি থেকে গ্রেফতার বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল।
জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার।
জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার।
advertisement

পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ দিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালায়। তারপরই আজ নয়ডার খোঁজে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ, ধাক্কা খেলেন জিতেন্দ্র জায়া

গত বছর ১৪ ডিসেম্বর মাসে আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? সেই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী কাউন্সিলর চৈতালি তিওয়ারি৷ ওই অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়৷ সেই ঘটনাতেই এক মৃতের পরিবারের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী চৈতালি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত৷ এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি৷ সোমবার শীর্ষ আদালতে মামলাটি ওঠার কথা ছিল৷ তার আগেই জিতেন্দ্রকে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ৷ আজ বিকেলের বিমানেই সম্ভবত বিজেপি নেতাকে নিয়ে বিমানে কলকাতায় আসবে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jitendra Tiwari arrest: দিল্লিতে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, কম্বল বিতরণ মামলায় ধৃত বিজেপি নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল