শেষ কয়েকদিন ধরেই বেশ কয়েকটি পর্বে আলোচনার শীর্ষ রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ শনিবার বিকেলে প্রাথমিক ভাবে কড়া বিবৃতি দেওয়া হয় রাজভবনের তরফ থেকে৷ সেখানে বলা হয়, পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিতে হয়, সে দিকে খেয়াল রাখবেন রাজ্যপাল৷ পাশাপাশি বিবৃতি দিয়ে বলা হয়, দুর্নীতির বিষয়ে কড়া অবস্থান নেবেন রাজ্যপাল৷
আরও পড়ুন: মমতার কবিতা পাঠ করলেন শুভেন্দু! নামেই 'সম্মান', কবির নামও নিলেন না বিরোধী দলনেতা
advertisement
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
তার আগে অবশ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল৷ সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে খবর৷ রাজ্যপালরে সঙ্গে সুকান্ত এই দুই বিষয় নিয়েও কথা বলেন বলে রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়৷ সেখানে শিক্ষক দুর্নীতি নিয়েও আলোচনা হয় বলে খবর৷
রাজভবনের তরফ থেকে জারি করা বিবৃতির ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের একটি সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘উনি ট্র্যাকে আসতে শুরু করেছেন৷ কালকে প্রধানমন্ত্রীর প্রশংসা আর আজকে যদি এটা বলে থাকেন তা হলে উনি ট্র্যাকে আস্তে আস্তে ফিরছেন৷’’