এই বিরাট সুযোগ রয়েছে সাংবাদিকতার সঙ্গে যুক্ত শিক্ষক ও অধ্যাপকদের কাছে। স্নাতকোত্তর স্তরে পড়ানোর জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি, পিএইচডি অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুনঃ হলুদ দাঁত হবে নিমেষে সাদা! বিনামূল্যের ২-৩ পাতাই করবে কামাল! শুধু জানুন কখন, কীভাবে ব্যবহার করবেন
advertisement
এই প্রসঙ্গে ডিপার্টমেন্টের প্রধান পার্থসারথি চক্রবর্তী জানান, ওয়াক ইন ইন্টারভিউ মারফত হবে নিয়োগ প্রক্রিয়া। আগামী ৪ মার্চ বেলা ১১টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা থেকে এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।
মোট মিলিয়ে ছয়টি বিষয়ে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে, যে যে বিষয়গুলিতে নিয়োগ চলবে সেগুলি হল মিডিয়া ল এন্ড এথিক্স, মিডিয়া ম্যানেজমেন্ট, ফিল্ম ভিডিওগ্রাফি, মিডিয়া সোসাইটি অ্যান্ড কালচার, সায়েন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন।