স্বপ্নদীপের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর স্বপ্না কুণ্ডু। ছেলের শোকে অসুস্থ স্বপ্নদ্বীপের মা স্বপ্না কুণ্ডু। রাতেই বাড়িতে চিকিৎসক ডেকে চিকিৎসা শুরু হয় স্বপ্নদ্বীপের মায়ের। যাদবপুরের ছাত্রের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদ্বীপকে তাঁর মায়ের সঙ্গে কথা শেষ করতেই দেনননি ‘প্রাক্তনী দাদা’ সৌরভ! আর তাঁরই মুহুর্মুহু বয়ান বদল ঘিরে বাড়ছে রহস্য।
advertisement
আরও পড়ুন: ‘আপনার ছেলে ভাল আছে…’, ফোন কেড়ে কেন বলেছিল সৌরভ? কী ‘লুকোনোর’ চেষ্টা? উত্তর খুঁজতে মরিয়া পুলিশ
আরও পড়ুন: ‘নেড়া ছাদে নগ্ন শরীরে…’ প্রাক্তনীদের ‘বিস্ফোরক’ ইঙ্গিত! স্বপ্নদীপের ‘মৃত্যু’ ঘিরে তোলপাড় বাংলা
বগুলার কলেজ পাড়া এলাকায় স্বপ্নদীপের বাড়ি। বাবা রামপ্রসাদ কুণ্ডু গাজনার একটি সমবায় ব্যাংকে চাকরি করেন। মা স্বপ্না কুন্ডু বগুলা গ্রাম পঞ্চায়েতের আশাকর্মী। স্বপ্নদীপের মা জানিয়েছিলেন, বিজ্ঞানে ভাল নম্বর পেয়েও সাহিত্যে গবেষণার ইচ্ছা ছিল তাঁর ছেলের। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই সব ছেড়ে চলে গেলেন স্বপ্নদীপ।
রঞ্জিত সরকার