TRENDING:

Jadavpur University Student Death: ছেলের শোকে অসুস্থ স্বপ্নদীপের মা, বাড়িতে তড়িঘড়ি ডাকা হল চিকিৎসক

Last Updated:

Jadavpur University Student Death: স্বপ্নদীপের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর স্বপ্না কুণ্ডু। ছেলের শোকে অসুস্থ স্বপ্নদ্বীপের মা স্বপ্না কুণ্ডু। রাতেই বাড়িতে চিকিৎসক ডেকে চিকিৎসা শুরু হয় স্বপ্নদ্বীপের মায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছেলে হারানোর শোকে কাতর মা। এক প্রকার বাকরুদ্ধ তিনি। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছেলেকে পড়তে পাঠিয়েছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। কিন্তু মুহূর্তেই সব শেষ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের এ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বগুলার স্বপ্নদীপ কুণ্ডুর। মাত্র ১৮-তেই শেষ তরতাজা প্রাণ!
advertisement

স্বপ্নদীপের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর স্বপ্না কুণ্ডু। ছেলের শোকে অসুস্থ স্বপ্নদ্বীপের মা স্বপ্না কুণ্ডু। রাতেই বাড়িতে চিকিৎসক ডেকে চিকিৎসা শুরু হয় স্বপ্নদ্বীপের মায়ের। যাদবপুরের ছাত্রের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদ্বীপকে তাঁর মায়ের সঙ্গে কথা শেষ করতেই দেনননি ‘প্রাক্তনী দাদা’ সৌরভ! আর তাঁরই মুহুর্মুহু বয়ান বদল ঘিরে বাড়ছে রহস্য।

advertisement

আরও পড়ুন: ‘আপনার ছেলে ভাল আছে…’, ফোন কেড়ে কেন বলেছিল সৌরভ? কী ‘লুকোনোর’ চেষ্টা? উত্তর খুঁজতে মরিয়া পুলিশ

আরও পড়ুন: ‘নেড়া ছাদে নগ্ন শরীরে…’ প্রাক্তনীদের ‘বিস্ফোরক’ ইঙ্গিত! স্বপ্নদীপের ‘মৃত্যু’ ঘিরে তোলপাড় বাংলা

বগুলার কলেজ পাড়া এলাকায় স্বপ্নদীপের বাড়ি। বাবা রামপ্রসাদ কুণ্ডু গাজনার একটি সমবায় ব্যাংকে চাকরি করেন। মা স্বপ্না কুন্ডু বগুলা গ্রাম পঞ্চায়েতের আশাকর্মী। স্বপ্নদীপের মা জানিয়েছিলেন, বিজ্ঞানে ভাল নম্বর পেয়েও সাহিত্যে গবেষণার ইচ্ছা ছিল তাঁর ছেলের। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই সব ছেড়ে চলে গেলেন স্বপ্নদীপ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বঞ্চনার শিকার চর্মকারদের লক্ষ্মীপুজো, জাঁকজমক হারিয়ে দেবে দুর্গাপুজোকেও
আরও দেখুন

রঞ্জিত সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death: ছেলের শোকে অসুস্থ স্বপ্নদীপের মা, বাড়িতে তড়িঘড়ি ডাকা হল চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল