TRENDING:

Jadavpur University: যাদবপুর-কাণ্ডে গ্রেফতার আরও ৩, তিনজনই মানসিক ভাবে হেনস্থা করেছিল ওই ছাত্রকে, ধৃত বেড়ে ১২

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে প্রথম জনের নাম সত্যব্রত রাই৷ সত্যব্রতকম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র৷ এছাড়া, রয়েছে আরও দুই প্রাক্তনী৷ প্রাক্তনীদের প্রথম জনের নাম হিমাংশু কর্মকার৷ এই ছেলেটি অঙ্কে স্নাতকোত্তর পাশ করেছে যাদবপুর থেকে৷ অন্য প্রাক্তনী শেখ নাসিম আখতার রসায়নের মাস্টার্স পাশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল আরও তিনজনকে৷ ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় প্রথমে একজন, তারপরে ২ জন এবং সম্প্রতি ৬ জনকে একসাথে গ্রেফতার করে পুলিশ৷ এবার আরও তিনজন গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২৷
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে প্রথম জনের নাম সত্যব্রত রাই৷ সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র৷ বাড়ি সন্তোষপুরের হরিণঘাটায়৷

এছাড়া, রয়েছেন আরও দুই প্রাক্তনী৷ প্রাক্তনীদের প্রথম জনের নাম হিমাংশু কর্মকার৷ এই ছেলেটি অঙ্কে স্নাতকোত্তর পাশ করেছে যাদবপুর থেকে৷ বর্তমানে TCG থেকে ডেটা সায়েন্সে পিএইচডি করছে। বাড়ি মুর্শিদাবাদের সমশেরগঞ্জের নিমতিতায়। অন্য প্রাক্তনী শেখ নাসিম আখতার যাদবপুর থেকে রসায়নের মাস্টার্স পাশ৷ বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে৷

advertisement

সূত্রের খবর, ঘটনার সময় তিনজনই হস্টেলে ছিলেন৷ তিনজনই মানসিক ভাবে হেনস্থা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে৷ ঘটনার পরে দু’জন প্রাক্তনী হস্টেল থেকে চলে গিয়েছিলেন। তাঁদের নোটিস করে ডেকে পাঠায় পুলিশ৷

আরও পড়ুন: পায়খানা-বাথরুমও পরিষ্কার করতে হত ফার্স্ট ইয়ারদের, চলত দাদাদের ‘দাদাগিরি’ অলিখিত পরম্পরা

গত ৯ অগাস্ট রাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হয়৷ তিন দিন আগেই সে বাংলা বিভাগের স্নাতক স্তরে ভর্তি হয়েছিল৷ ঘটনার পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই ব়্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে৷

advertisement

আরও পড়ুন: গাড়ির মধ্যে রক্তের ছাপ! ‘ওঁরা বলেছিল, উপর থেকে ঝাঁপ দিয়েছে,’ বললেন সেই রাতের ট্যাক্সিচালক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ছাত্রমৃত্যুতে ইতিমধ্যেই প্রাক্তনী ও বর্তমান ছাত্র মিলে ৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ শুক্রবার ধৃত সপ্তক কামিল্যাকে নিয়ে ঘটনার পুননির্মাণ করা হয়৷ ঘুরে দেখা হয় চারতলার ১০৪ নম্বর ঘর ও তিন তলার ৬৮ নম্বর ঘর৷ এদিন মৃত ছাত্রের বাড়িতেও যায় তিন সদস্যের তদন্তকারী দল৷ যে ট্যাক্সি করে ঘটনার রাতে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, শুক্রবার তার থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: যাদবপুর-কাণ্ডে গ্রেফতার আরও ৩, তিনজনই মানসিক ভাবে হেনস্থা করেছিল ওই ছাত্রকে, ধৃত বেড়ে ১২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল