আরও পড়ুন: আজাদ ‘মল্লিক’ নয়, আজাদ ‘হোসেন’…! কলকাতায় ধৃত ‘বাংলাদেশি’ পাকিস্তানের নাগরিক
২২ এপ্রিল বৈসরন উপত্যকায় বেড়াতে যাওয়া পর্যটকদের গুলি চালিয়ে হত্যা করা হয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ দূষিত করতে জঙ্গিদের এহেন কাজ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের বড় অংশ। এই সময়ে কোনওরকম উসকানি, প্ররোচনা এড়িয়ে যেতে চাইছেন সকলে। এই আবহে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের তরফে ইউনিট প্রেসিডেন্ট কিশলয় রায় একটি স্মারকলিপি জমা দেন রেজিস্ট্রারের কাছে।
advertisement
আরও পড়ুন: ২৫ ঘণ্টা পার, অবশেষে SSC অফিস থেকে ছাড়া পেলেন ডেপুটি সেক্রেটারি-সহ ১২ জন
তাতে দাবি ছিল, ক্যাম্পাসের দেওয়াল থেকে ‘আজাদ কাশ্মীর’-এর মতো সমস্ত প্ররোচনামূলক স্লোগান মুছে দেওয়া হোক। ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে টিএমসিপি নিজেই তা মোছার উদ্যোগ নেবে। মঙ্গলবারই দেখা গেল, সেখানে আর কোনও দেওয়াল লিখন নেই, সব মুছে দেওয়া হয়েছে।