আজাদ 'মল্লিক' নয়, আজাদ 'হোসেন'...! কলকাতায় ধৃত 'বাংলাদেশি' পাকিস্তানের নাগরিক, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ইডির!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Pakistani Citizen in Kolkata: ইডির দাবি, পাকিস্তানের পরিচয় গোপন করতেই নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করছিলেন এই আজাদ হোসেন।গ্রেফতারের পর টানা জেরা ও তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে আজাদ আদতে বাংলাদেশের নয়, পাকিস্তানের নাগরিক।
কলকাতা: এয়ারপোর্ট থানার ফরেনার্স অ্যাক্ট মামলায় ইডির হাতে ধৃত আজাদ মল্লিক আসলে বাংলাদেশ নয়, পাকিস্তানের নাগরিক। আদালতে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী দল ইডির। ইডি সূত্রে খবর পাকিস্তানের পরিচয় পত্রে ‘আজাদ হোসেন’ নাম রয়েছে এই ‘আজাদ মল্লিকের’। পাকিস্তান ও বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স-সহ একাধিক নথি মিলেছে তাঁর কাছ থেকে।
ইডির দাবি, পাকিস্তানের পরিচয় গোপন করতেই নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করছিলেন এই আজাদ হোসেন।গ্রেফতারের পর টানা জেরা ও তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে আজাদ আদতে বাংলাদেশের নয়, পাকিস্তানের নাগরিক।
advertisement
advertisement
ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো নথি তৈরির মতো একাধিক জালিয়াতির অভিযোগে ২০২২ -এ গ্রেফতার করা হয় আজাদ চৌধুরী ওরফে আজাদ হোসেনকে। ইতিমধ্যেই আরও একটি প্রতারণা মামলায় নাম উঠে এসেছে এই আজাদের। আর তাতেই ২০২২-এ ধৃত আজাদকে নতুন ইসিআইআর করে ফের হেফাজতে নিল ইডি। আর তাতেই উঠে এল চাঞ্চ্যলকর তথ্য। ইডির দেওয়া তথ্য বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৬২ কোটি টাকা রয়েছে আজাদ হোসেনের। এই আজাদ দেশ বিরোধী কার্যকলাপে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে বলেই আদালতকে জানিয়েছে ইডি।
advertisement
অভিযোগ, বাংলাদেশ হয়ে এ দেশে ঢুকে ভুয়ো ভারতীয় পরিচয় বানানো এবং তা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করেন আজাদ। বিদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন বলেও আদালতে দাবি ইডির।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আরও দাবি, পৃথক পৃথক তথ্য দিয়ে দু-দুটি ভোটার, দুটি আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন আজাদ হোসেন। বর্তমান পরিস্থিতিতে এটা দেশের সুরক্ষার জন্য রীতিমত উদ্বেগের বলেই আদালতে দাবি ইডির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 6:06 PM IST