আরও পড়ুনঃ যাদবপুর আছে যাদবপুরেই, ফের ভয়ঙ্কর র্যাগিংয়ের অভিযোগ! গাইডলাইনের কোনও দামই নেই
তাঁর কথায়, ‘আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। আমাকে নানান রকম অকথ্য ভাষা ব্যবহার করা আক্রমণ করা হত। ক্লাস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, তাই কথা বলতে পারতাম না সকলের সঙ্গে। তাঁদের কথায়, আমার অ্যাটিটিউড বেশি, তাই খুব বাজে ব্যবহার করত আমার সঙ্গে। আমি যা যা করতে চাইতাম না তাই করতে বাধ্য করা হত।’
advertisement
তিনি আরও কথা বলেন, ‘আমি ২৭ তারিখ এসেছি। তাই, যারা আমাকে হেনস্থা করেছে তারা আমার ব্লকে থাকা সত্ত্বেও সকলকে চিনি না। ওরা আমাকে বলে, হস্টলের সকলে একটাই পরিবার, তাই আমাকে মানিয়ে নিতে হবে। কিন্তু আমি ডিন অফ স্টুডেন্টস এর কাছে অভিযোগ জানিয়েছি। এবং আমাকে সেফ জায়গায় নিয়ে যেতে অনুরোধ করেছি।’
চলতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। প্রাক্তনী এবং সিনিয়ারদের বিরুদ্ধে উঠেছিল র্যাগিং-এর অভিযোগ। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চেয়েছিল গোটা রাজ্যে। মৃত্যুর আগের রাতে মাকেও ফোন করে নিজের অসহায়তার কথা বলেন সেই ছাত্র। মাকে বলেছিলেন, ‘খুব ভয় করছে’। মাকে খুব তাড়াতাড়ি তাঁর কাছে যেতে বলেছিলেন। পরের দিন বাবার সঙ্গে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন। তারপরেও ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা।
সেই ঘটনার পর বহু পড়ুয়া হস্টেলে র্যাগিং-এর অভিযোগ জানিয়েছিলেন। তারপর বহু কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে, পাঁচ মাস যেতে না যেতেই ফের একই ঘটনার অভিযোগ রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে।