সূত্রের খবর, ওঁর বন্ধুদের একাংশের দাবি, যে ওই ছাত্রী ঘুমের ওষুধ খেয়েছিল। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল পুকুরে ঝাঁপ দিয়ে। আর বন্ধুদের আরেকটা অংশ বলছে ও অত্যাধিক নেশা করেছিল আজকে। তারপর সে পুকুরে পড়ে যায়।
advertisement
একাংশের দাবি, ‘রুহানিয়াত’ নামে একটি ফেস্ট ছিল কলেজে। সেই সময় কয়েকজন ঝিল পাড়ে বসে নেশা করছিল৷
জানা গিয়েছে, হাসপাতালে মৃতার পরিবারের মানুষজন গিয়েছে৷ নিমতাতে বাড়ি মৃতার। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে জলে পড়ে গিয়েছিল ওই ছাত্রী। সহপাঠীরা তুলেছিল।
শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই। পরনের পোশাকেও কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানা গিয়েছে৷ স্পটের আশপাশের ফুটেজ দেখা হচ্ছে৷
ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল পাশেই। তারই মধ্যে এই ঘটনা৷ জলে কি নিজে পড়ে গেল না কি কেউ ধাক্কা দিল? সবটাই দেখা হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে আরও স্পষ্ট হবে বিষয়টা৷ মনে করছে পুলিশ৷