তৃণমূলের (TMC) হয়ে প্রচার করতে গতকাল রবিবার কলকাতায় এসে পৌঁছন জয়া বচ্চন৷ এ দিন টালিগঞ্জেই তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) হয়ে প্রচার করার কথা তাঁর৷ এ ছাড়াও তৃণমূলের অন্যান্য কয়েকজন প্রার্থীর সমর্থনেও আগামী ৭ এপ্রিল পর্যন্ত রাজ্যে প্রচার করবেন অমিতাভ জায়া৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একটি সভাতেও থাকার কথা জয়া বচ্চনের৷ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়ছেন বাবুল সুপ্রিয়৷ ফলে সবারই নজরে রয়েছে এই কেন্দ্র৷
advertisement
তৃণমূলের হয়ে রাজ্যে জয়া বচ্চনের প্রচার নিয়ে জে পি নাড্ডা বলেন, 'জয়া বচ্চনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল৷ কিন্তু উত্তর প্রদেশে নির্বাচনের সময় তো তাঁকে প্রচার করতে দেখা যায়নি৷ তাহলে এখানে কেন আসছেন? গণতান্ত্রিক দেশে সবারই নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে৷ তবে আমার মনে হয় তৃণমূলের হয়ে প্রচার করতে এসে উনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন৷'
জয়া বচ্চন দীর্ঘদিন ধরেই সমাজবাদী পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ৷ বাংলার নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷ এ দিন তৃণমূল ভবনে দলের সাংসদ দোলা সেন দাবি করেন, অখিলেশ যাদবের উদ্যোগেই জয়া বচ্চন তৃণমূলের হয়ে প্রচারে বাংলায় এসেছেন৷
অরূপ বিশ্বাসের সমর্থনে জয়া বচ্চনের প্রচার নিয়ে বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেন, 'আমার মনে হয় অরূপ বিশ্বাসের সম্পর্কে সবটা জানলে জয়া বচ্চন তাঁর হয়ে প্রচারে আসতেন না৷'