এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তবে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। ফলে প্রচণ্ড গরম না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে কলকাতা সহ প্রায় সব জেলাই।
আবহাওয়া দফতর বলছে, নতুন যে নিম্নচাপটি তৈরি হতে চলছে, প্রাথমিক ভাবে তা বাংলাদেশের দিকে সরে যেতে পারে। ২৮ জুলাই, বুধবার প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বাড়তে পারে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সোমবার সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় আকাশ মেঘলা হতে শুরু করেছে।
advertisement
সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলায়। ওই পাঁচ জেলাতেই সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার অতি ভারী বৃষ্টির (২০০ মিলিমিটার পর্যন্ত) আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, অর্থাৎ বিশেষ সতর্কবার্তা রয়েছে উপকূলীয় জেলাগুলির জন্য।
