New Year Holiday Spot: 'কী অপূর্ব শোভা তোমার...', আঁকাবাঁকা পাহাড়ি পথে বর্ষবিদায়, জলঢাকা-বিন্দুতে পর্যটকদের উচ্ছ্বাস!
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
New Year Holiday Spot: বর্ষশেষে ডুয়ার্সের নকশাল ও বিন্দুতে পর্যটকদের ঢল। পাহাড়ি আঁকাবাঁকা পথ, জলঢাকা নদীর কলকল ধ্বনি, সবুজ প্রকৃতি আর চড়ুইভাতির আনন্দে মেতেছেন ভ্রমণপ্রেমীরা। শহরের ব্যস্ততা ভুলে প্রকৃতির কোলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন সবাই।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জঙ্গল পথ পেরিয়ে চোখে পড়ে নৈসর্গিক দৃশ্য! বর্ষশেষ উদযাপনের অন্যতম সেরা ঠিকানা নকশাল, আঁকাবাঁকা পথ পেরিয়ে মন করবে বিন্দু! বছরের শেষ দিন উদযাপনে মাতোয়ারা ভ্রমনপ্রেমীরা, উপচে পড়া ভিড় প্রকৃতির কোলে। বর্ষের শেষ লগ্নে নতুন বছরের আগমনকে ঘিরে আবারও পর্যটকের ঢল নেমেছে ডুয়ার্সে।
পাহাড়ি পথে গাড়ি চলার সময় পর্যটকদের কণ্ঠে বারবার শোনা যাচ্ছে সতর্কবার্তা– ”আস্তে চালান, সামনে পাহাড়।” খুনিয়া মোড় পেরিয়ে চাপড়ামারি জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে এগোলে ধীরে ধীরে চোখের সামনে খুলে যায় এক অন্য জগৎ। কালিম্পং জেলার এই পাহাড়ঘেরা অঞ্চলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন মুহূর্তে সব ক্লান্তি ভুলিয়ে দেয়। নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে চড়ুইভাতির আনন্দে মেতে উঠেছেন নকশাল পর্যটন কেন্দ্রে।
advertisement
আরও পড়ুন: ‘ওঁর মতো হও, নিজেকে পাল্টাও’, স্ত্রী সুনীতাকে ‘প্রেমিকা’র মতো হতে চাপ দিতেন গোবিন্দা! নায়িকাটি কে জানুন
ভুটান পাহাড় থেকে নেমে আসা জলঢাকা নদীর কলকল ধ্বনি, পাহাড় ছুঁয়ে বয়ে চলা স্বচ্ছ জলের স্রোত আর চারপাশের গভীর নীরবতা– সব মিলিয়ে এক অনাবিল প্রশান্তির আবহ। পর্যটকদের অনেকেই বলছেন, শহরের ব্যস্ত জীবন আর সারাবছরের চাপ থেকে মুক্তি পেতেই তাঁদের এই ছুটে আসা। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় এলাকার অন্যতম আকর্ষণ ভুটান লাগোয়া ছোট্ট জলবিদ্যুৎ কেন্দ্র ‘বিন্দু’-তে। বছরের শেষ দিনে সেখানে বসেছে পর্যটকদের জমজমাট মেলা।
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরির বাজারে সুখবর! মাধ্যমিক পাশেই সমবায় সমিতিতে কাজের সুযোগ, বিশদে জেনে আবেদন করুন
ছোট্ট বাজারে স্থানীয় সামগ্রী কেনাকাটার পাশাপাশি জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যারেজের নিচে সারি সারি পাথরের উপর দাঁড়িয়ে ছবি তোলায় ব্যস্ত পর্যটকেরা। নদীর জলে পা ভিজিয়ে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে পাহাড়, নদী আর সবুজের মেলবন্ধনে ডুয়ার্স যেন বর্ষশেষে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে নতুন বছরের অপেক্ষায় এখানকার প্রতিটি মুহূর্তই হয়ে উঠছে স্মরণীয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
Dec 31, 2025 2:27 PM IST









