এর পাশাপাশি এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ দ্বারস্থ হল এবার কলকাতা পুলিশের এসটিএফের কাছে! এনআইএ টিম সোমবার লালবাজারে যায়। সেখান থেকে রিপন স্ট্রিটে যায়। এসটিএফের হাতে আই এস জঙ্গি সংগঠনে সঙ্গে যুক্ত ধৃত দুই সৈয়দ আহমেদ এবং সাদ্দামকে জেরা করতে চায় এনআইএ। আর সেকারণে এসটিএফের থেকে তথ্য নেয় এনআইএ।
advertisement
এনআইএ টিম সাদ্দাম ও সৈয়দের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এসটিএফের থেকে। এসটিএফের দাবী, ধৃত সাদ্দাম ও সৈয়দের প্ল্যান ছিল ২৬ জানুয়ারি আগে নাশকতার। এসটিএফ সূত্রে খবর, ভিন রাজ্যের দুই বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিকে টার্গেট করেছিল।
তাঁদের উপর হামলার ব্লু প্রিন্ট তৈরী করেছিল। আর সেকারণে অস্ত্র জোগাড় করছিলো এরাজ্য থেকে। আর সেকারণে এসটিএফের থেকে তথ্য সংগ্রহ করে এনআইএ। কারণ এসটিএফের পর এনআইএ ধৃতদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে পারে।
Arpita Hazra