TRENDING:

সন্দেহভাজন জঙ্গির ডায়েরিতে লেখা আইএস-এর শপথবাক্য, সাদ্দাম-সৈয়দকে নিয়ে বাড়ছে রহস্য

Last Updated:

এর পাশাপাশি এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ দ্বারস্থ হল এবার কলকাতা পুলিশের এসটিএফের কাছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুলিশের হাতে ধরা পড়া সন্দেহভাজ দুই জঙ্গির একজনের থেকে সরাসরি আই-এস যোগের প্রমাণ মিলেছে৷ তদন্তকারী অফিসারদের দাবি, ধৃতদের একজন মহম্মদ সাদ্দামের একটি ডায়েরা উদ্ধার করেছেন তদন্তকারী অফিসারেরা৷ সেই ডায়েরিতে লেখা ছিল আইএস জঙ্গিগোষ্ঠীর বিশেষ এক প্রকারের ‘শপথ বাক্য’৷ আরবী ভাষায় এটা লেখা ছিল বলে খবর৷ ফলে আরও জোরদার হচ্ছে জঙ্গিযোগ৷
advertisement

এর পাশাপাশি এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ দ্বারস্থ হল এবার কলকাতা পুলিশের এসটিএফের কাছে! এনআইএ টিম সোমবার লালবাজারে যায়। সেখান থেকে রিপন স্ট্রিটে যায়। এসটিএফের হাতে আই এস জঙ্গি সংগঠনে সঙ্গে যুক্ত ধৃত দুই সৈয়দ আহমেদ এবং সাদ্দামকে জেরা করতে চায় এনআইএ। আর সেকারণে এসটিএফের থেকে তথ্য নেয় এনআইএ।

advertisement

আরও পড়ুন: ১০/১২ ডিগ্রিতে থামছে না! ঠান্ডার ধামাকা ইনিংস এবার কলকাতায়! উবুড়-চুবুড় শীতে যা হতে চলেছে আগামী দু'দিনে...

আরও পড়ুন: 'রেগুলার' মুখ্যমন্ত্রী নন..., অভিষেক না, শুভেন্দুর নিশানায় এবার মমতা! বর্ধমানের 'সেই' সভা থেকে যা বললেন...

এনআইএ টিম সাদ্দাম ও সৈয়দের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এসটিএফের থেকে। এসটিএফের দাবী, ধৃত সাদ্দাম ও সৈয়দের প্ল্যান ছিল ২৬ জানুয়ারি আগে নাশকতার। এসটিএফ সূত্রে খবর, ভিন রাজ্যের দুই বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিকে টার্গেট করেছিল।

advertisement

তাঁদের উপর হামলার ব্লু প্রিন্ট তৈরী করেছিল। আর সেকারণে অস্ত্র জোগাড় করছিলো এরাজ্য থেকে। আর সেকারণে এসটিএফের থেকে তথ্য সংগ্রহ করে এনআইএ। কারণ এসটিএফের পর এনআইএ ধৃতদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Arpita Hazra

বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্দেহভাজন জঙ্গির ডায়েরিতে লেখা আইএস-এর শপথবাক্য, সাদ্দাম-সৈয়দকে নিয়ে বাড়ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল